1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে বিদেশী ব্র্যান্ডের হারলান নিউইয়র্ক কসমেটিক বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করছেন অভিনেত্রী পূজাচেরী সোনারগাঁয়ে বিদেশী ব্র্যান্ডের হারলান নিউইয়র্ক কসমেটিক বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করছেন অভিনেত্রী পূজাচেরী সোনারগাঁয়ে বিদেশী ব্র্যান্ডের হারলান নিউইয়র্ক কসমেটিক বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করছেন অভিনেত্রী পূজাচেরী ষড়যন্ত্রের শিকারে চাকুরীচূত্য টিএসপি সিবিএর সাবেক সম্পাদককের শাহাব উদ্দিনের চাকুরী পূনঃবহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ বন্দরে ২০ নং ওয়ার্ডে গ্যাস সংকট নিরসনের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে এলাকাবাসী স্মারক লিপি প্রদান অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ের সাংবাদিক গাজী মোবারক বিএসসি কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত সোনারগাঁয়ে মাল্টিপাসপাসের ৭ কোটি টাকা নিয়ে তিন পরিচালক উধাও টাকা ফেরত পাওয়ায় দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ পতেঙ্গা এলাকায় এক দোকানীকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ থেকে টাকালুট পতেঙ্গায় সিন্ডিকেট ভেঙে শিক্ষার্থীদের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রয় কার্যক্রম শুরু

ষড়যন্ত্রের শিকারে চাকুরীচূত্য টিএসপি সিবিএর সাবেক সম্পাদককের শাহাব উদ্দিনের চাকুরী পূনঃবহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

বিগত ১৫বছর ফ্যাসিস্ট সরকারের দোসরদের ষড়যন্ত্রের শিকারে চাকুরীচূত্য টিএসপি সিবিএর সাবেক সাঃসম্পাদক মোঃ শাহাব উদ্দিনের চাকুরী পূনঃবহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পতেঙ্গা – হালিশহর শিল্প অঞ্চলের শত শত শ্রমিক নেতৃবৃন্দ।
নগরের পতেঙ্গা থানাধীন খাল পাড় টিএসপি কলোনি গেট এলাকায় বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পতেঙ্গা শিল্পাঞ্চল শ্রমিক নেতা মোঃ আবু জাফরের সভাপতিত্বে ও শ্রমিক নেতা মোঃ সোলায়মান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের শ্রম সম্পাদক এম এ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ফ্যাসিবাদ আওয়ামী সরকার একই নিয়মে তাদের দলভুক্ত নেতা কর্মীদের চাকরি পূর্ণ বহাল রেখে বিএনপি – জামাত সমর্থিতদের চাকুরীচূত্যি করে চরম বৈষম্যের শিকার হওয়া শ্রমিক নেতা, ত্যাগীও দক্ষ সংগঠক মোঃ শাহাব উদ্দিনের চাকুরী পূনঃবহাল না করলে কি করে দাবি আদায় করতে হয় তা শ্রমিকরা টিএসপি কর্তৃপক্ষ কে জানিয়ে দিবে। শ্রমিক নেতা শাহাবুদ্দিন এর বিরুদ্ধে নূন্যতম দূর্নীতি -অনিয়ম কিংবা অযোগ্যতা কোনো সমস্যা না থাকলেও শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় থাকে দীর্ঘ বছর চাকুরীচূত্য করে রাখা হয়েছে। তিনি বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে চরম বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন..!
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাঃসম্পাদক ও বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক কাজী শেখ নূরল্লাহ বাহার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাজী মোঃ মুজিবুল হক কোং, শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেন, মোঃ মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপির সভাপতি সরফরাজ কাদের রাসেল,নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, পতেঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, ইপিজেড থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী,৪০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের,শ্রমিক নেতা মোঃ লোকমান, বিএনপি নেতা মোঃ গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা নোমান উল্লাহ, মোঃ জামাল উদ্দিন, মোঃ ইকবাল হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও‌ প্রতিবাদ সমাবেশে পতেঙ্গা – হালিশহর বিভিন্ন শিল্প কারখানা এবং পদ্মা, মেঘনা,যমুনা ,ওসিদের,ইষ্টান রিফাইনারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা স্বক্রিয় অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে শাহাবুদ্দিন এর চাকুরী পূনঃবহালের দাবি নিয়ে টিএসপি কর্তৃপক্ষ কে অবগত করতে বিশেষ সমন্বয়কারীদের একটি টিম দুপুরে পতেঙ্গা হেড অফিস ও কারখানা অফিসে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বলে জানিয়েছেন।

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com