নিজস্ব প্রতিবেদক
রানা প্লাজ ধসে শ্রমিক হত্যায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া,
নিহত ও আহতদের ক্ষতিপূরণ,
কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও
ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদসহ বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃস্বার্থ মুক্তি শ্রমিক নেতৃবৃন্দ নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন , বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এস এম কাদির প্রমুখ।