জাকির হোসেন ঝন্টুঃ
সোনারগাঁও উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরীর শিল্প-কারখানার শ্রমিক-কর্মচারীদের অন্দোলন ও অবরোধ সহিংসতা ঘটনা এড়াতে মালিক- শ্রমিকদের সমন্বয়ে অত্র এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনী এক মতবিনিময় সভা করছে। বিসিক শিল্পনগরী অফিস কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাহা টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক ও কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি হাজী মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিসিক শিল্পনগরীর শিল্প-কারখানার মালিক ও শ্রমিক-কর্মচারীদের মধ্যে মতবিনিময় শেষে ১০ দাবী গৃহিত ও সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত গুলো হচ্ছে, এক- ১০ অক্টোবর থেকে ২৪ তারিখ পর্যন্ত ১৪ দিনের বেতন দিতে দিতে হবে। দুই-প্রতি মাসের ৭ কর্ম দিবসে বিকেল ৫ ঘটিকার মধ্যে শ্রমিক-কর্মচারীর বেতন পরিশোধ করা হবে। তিন- শ্রমিক-কর্মচারীদের বাৎসরিক ছুটির টাকা ঈদুল ফিতরের আগে পরিশোধ করবে। চার-নৈমত্তিক ও চিকিৎসা ছুটি দেয়া হবে। পাঁচ-শ্রমিক-কর্মচারীকে মালিক পক্ষ কতৃক কোনো হুমকি দিতে পারবেনা। ছয়-শ্রমিক-কর্মচারীর সাথে কোনো খারাব আচরন করা যাবেনা। সাত-শ্রমিক-কর্মচারীর অভিযোগকে মালিকগন গুরুত্বের সাথে দেখতে হবে। আট-এখন থেকে টিফিন বিল প্রতি শ্রমিক-কর্মচারীকে দেয়ার সিদ্ধান্ত হয়। নয়-আন্দোলনকারী কোনো শ্রমিক-কর্মচারীকে বরখাস্ত করতে পারবেনা মালিকগন ও দশ- গ্রেড অনুযায়ী প্রতি বছরের জানুয়ারী মাসের মধ্যে জুনিয়র থেকে সিনিয়র পদে পদায়ন করা হবে। ওসব শর্তের ভিত্তিতে কাঁচপুর বিসিক শিল্পনগরীর শ্রমিক-কর্মচারী ও শিল্প-কারখানা মালিকদের মধ্যে সমন্বয় সম্পাদন করে দিয়েছে যৌথবাহিনী। এ সমন্বয় সম্পাদনের পর এখন আর কাঁচপুর বিসিক শিল্পনগরীতে শ্রমিক-কর্মচারী অসন্তোষ নেই এবং যথারীতি স্বাভাবিক উৎপাদন অব্যাহত আছে।