নারায়ণগঞ্জ জেলা প্রতিবেদক
২৬শে মার্চ ২০২৫, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ড. মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতি ড. মো. মনিরুজ্জামান, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস স্মরণ করে বীর মুক্তিযোদ্ধারা তাদের সংগ্রামী জীবনের দুঃসাহসিক অভিজ্ঞতা তুলে ধরেন। স্মৃতিচারণ পর্বে তারা যুদ্ধকালীন বিভিন্ন ঘটনা, বিজয়ের মুহূর্ত ও স্বাধীন বাংলাদেশের জন্য আত্মত্যাগের কথা বর্ণনা করেন, যা উপস্থিত সকলের মনে গভীর দেশপ্রেমের অনুভূতি সৃষ্টি করে।
প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁর বক্তব্যে বলেন, “বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা পেয়েছি। তাঁদের এই ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
অনুষ্ঠানের শেষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়। এ সময় তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে সবাই করতালি দিয়ে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।