নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেঘলা টিভি ও বিবিসি প্রেসের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২৯ মার্চ শনিবার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা আল মদিনা শপিং কমপ্লেক্সে গ্রীন লাউন্স রুফটপ চাইনিজ রেস্টুরেন্ট এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মেঘলা টিভি চেয়ারম্যান ও বিবিসি প্রেসের সম্পাদক জহিরুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কলের কন্ঠ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি গাজী মোবারক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি নেয়ামুল হক নয়ন,দৈনিক ভোরেরপাতা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোকারম হোসেন মোল্লা মামুন, দৈনিক বর্তমান পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি গাজী আলমগীর হোসেন, বাংলার সাথী পত্রিকার স্টাফ রিপোর্টার মোস্তাক আহমেদ,দৈনিক খবরের কাগজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি রাজু , বিবিসি প্রেসের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম বাবু,মেঘলা টিভির প্রতিনিধি শরিফ হোসেন, দেশের ডাক পত্রিকার স্টাফ আলী আকবরসহ অন্যান্য সাংবাদিকগন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে বক্তারা বলেন, এই ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সামাজিক সংহতি দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।