1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে ডাকাতদের হুমকির চিঠি, আতঙ্কে এলাকাবাসী কেনাডিয়ান প্রবাসী ইমিগ্রেশন আইনজীবী হক কায়জারের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ পটুয়াখালী জেলা গলাচিপা ঈদের নামাজে মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত ২ জন হাসপাতালে ভর্তি বন্দরে রামনগরে দুই পক্ষের সংঘর্ষে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট সাবেক যুবদল নেতাসহ উভয় পক্ষের আহত- ১০ মেঘলা টিভি ও বিবিসি প্রেসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁ পৌর সেচ্ছাসেবক দলের উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ উলিপুরে জাতীয়তাবাদী দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত। মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (৫৪ বছর পূর্তি) উপলক্ষে আলোচনা সভা যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নানা কর্মসুচির মধ্যে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

মালিতে রুটি-দুধের চেয়ে দাম বেশি বরফের

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

এপ্রিলের গরমের মধ্যে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে থার্মোমিটারের পারদ উঠেছে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে; তীব্র গরমের মধ্যে দীর্ঘসময় বিদ্যুতহীন পরিস্থিতিতে জনজীবন অতিষ্ঠ।

লম্বা সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ির ফ্রিজও কাজ করছে না। ফলে খাবার সংরক্ষণ আর নিজেদের ঠাণ্ডা রাখতে দেশটিতে এখন বরফের চাহিদা তুঙ্গে। আর চাহিদার সঙ্গে বেড়ে গেছে দামও। বিবিসি লিখেছে, স্থলবেষ্টিত দেশটিতে রেকর্ড ভাঙা তাপমাত্রা মানেই রুটি-দুধের চেয়ে বরফের দাম বেড়ে যাওয়া।

রাজধানী বামাকোতে ১৫ বছরের কিশোরী ফাতুমা ইয়াত্তারা বিবিসিকে বলে, “বরফ কিনতে বেড়িয়েছি, কারণ এখন ‍খুব গরম। কিছু জায়গায় ছোট এক ব্যাগ বরফের দাম ১০০ ফ্রাঙ্ক সিএফএ (মালির মুদ্রা)। এমনকি ৩০০-৫০০ ফ্রাঙ্ক সিএফএ-ও হয়, যা খুব ব্যয়বহুল।”

বরফের যখন এমন দাম, তখন দেশটিতে ভালো মানের রুটিই ২৫০ সিএফএ-তে পাওয়া যায়।

বিদ্যুতহীন পরিস্থিতিতে কঠিন অবস্থার মুখোমুখি স্থানীয় বাসিন্দা নানা কোনাত ট্রাওরকে। বিবিসিকে তিনি বলেন, আগে সপ্তাহে কয়েকবার রান্না করতে হলেও এখন তাকে প্রতিদিনই রান্না করতে হচ্ছে।

“আমাদের সারা দিনই বিদ্যুৎ থাকে না। ফলে খাবার নষ্ট হয়ে যায়। আর খাবার নষ্ট হলে তো আপনাকে ফেলে দিতে হবে।”

বিদ্যুতের এই সমস্যা শুরু হয়েছে প্রায় এক বছর আগে। শত শত মিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরও মালির রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি দেশের চাহিদা মেটাতে ব্যর্থ। মালির অনেকেরই ব্যাকআপ জেনারেটর নেই। সেগুলো চালানোর খরচও অনেক।

রাতে বিদ্যুৎ নেই মানে ফ্যান-লাইট চলবে না। ফলে ঘুমাতে হবে বাইরে, যেখান স্বাস্থ্যঝুঁকির সমস্যা রয়েছে। রাজধানী বামাকোর ইরিমাদিও জেলার যুবক সৌমাইলা মাইগা বলেন, “আমরা সত্যিই ভুগছি। রাতে তাপমাত্রা ওঠে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে, যা অসহ্য। আমার মাথাঘোরার সমস্যা আছে। ফলে তীব্র তাপমাত্রা সহ্য করতে মাথায় পানি ঢালতে হয়।”

বামাকোতে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে উঠোনের বাইরে বড় মাদুর বিছিয়ে দিচ্ছিলেন স্থানীয় বাসিন্দা নানা কোনাত ট্রাওর। তিনি বলেন, “গরমের কারণে আমাদের সবসময় বাইরে থাকতে হয়। গরম পড়লেই আমি অসুস্থ হয়ে পড়ি। এই গরম সহ্য করা মোটেও সহজ কাজ নয়।”

মালিতে মার্চেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। তীব্র গরমে অসুস্থ হয়ে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গরমে সবথেকে শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে বয়স্ক ও শিশুরা। বামাকোর ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ইয়াকুবা তোলোবা বলেন, গরমে অসুস্থ হয়ে দিনে ১৫ জনকেও হাসপাতালে ভর্তি হতে দেখেছেন তিনি।

“অনেক রোগী ডিহাইড্রেটেড (পানিশূন্যতা)। তাদের প্রধান উপসর্গ হল কাশি ও ব্রঙ্কিয়াল জটিলতা। কারো কারো শ্বাসকষ্টও রয়েছে।”

গরমের মধ্যে কিছু এলাকার স্কুল বন্ধ রাখা হয়েছে। গত মার্চে গরমে রোজা না রাখারও পরামর্শ দেওয়া হয়েছিল।

অধ্যাপক তোলোবা বলেন, “এই পরিস্থিতির জন্য আমাদের আরো পরিকল্পনা প্রয়োজন, যে পরিস্থিতি আবারো তৈরি হতে পারে। এইবার গরম আমাদের অবাক করে দিয়েছে।”

প্রতিবেশী সেনেগাল, গিনি, বুরকিনা ফাসো, নাইজেরিয়া, নাইজার ও শাদও প্রাণঘাতী এই তাপপ্রবাহে আক্রান্ত। চরম তাপমাত্রার জন্য মানবঘটিত জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের বিজ্ঞানীরা।

বামাকোতে আগামী কয়েক সপ্তাহ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে বলে আভাস রয়েছে। নতুন পরিস্থিতির সঙ্গে লোকজন খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে।

সুত্র: বিডি নিউজ ২৪ ডট কম

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com