নিজস্ব প্রতিবেদক,
মসুরাকান্দা মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক পাগড়ি বিতরণ অনুষ্ঠান আজ রোববার (১৪ জানুয়ারি ) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের মসুরাকান্দা মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
এসময় হাফেজ ছাত্রদের মধ্যে পাগড়ি পরিয়ে দেন অত্র মাদ্রাসার মহাতামিম মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হক টিক্কা।
বিশেষ অতিথি ছিলেন সনমান্দি ইউনিয়নের ৬নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফার, গোলাম মোস্তফা মাস্টার প্রমুখ।
মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন সোনারগাঁয়ের বিশিষ্ট শিল্পপতি মরহুম বাহাউদ্দিন।
মাদ্রাসাটি পরিচালনা করেন মরহুম বাহাউদ্দিনের পুত্র বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ডা,কামরুজ্জামান।