নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি রবিবার দুপুরে উপজেলার পৌর এলাকায় রয়েল রিসোর্টে হল রুমে রুমেক্যাম্পেন অনুষ্ঠিত হয়। শাকিল এর সঞ্চালনায় ও তুহিন এর সভাপতিত্বে উক্ত শীর্ষক আলোচনায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মেহেদী বাবা ও ইমরান এর মা, এবং আহত শাকিল
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বায়ক সারজিস আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, মেঘলা টিভির চেয়ারম্যান, সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ,নয়া দিগন্তের সাংবাদিক হাসান মাহমুদ রিপন, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, সাংবাদিক সামির সরকার সবুজ, এশিয়ান টিভির পনির ভূঁইয়া, বিজয় টিভির অনিক,আনন্দ টিভির মাজহারুল ইসলাম,৭১ টিভির শেখ ফরিদ,এনটিভির কামরুল, সাংবাদিক মোক্তার হোসেন, কালবেলার সাংবাদিক রুবেল প্রমুখ। এসময় প্রধান অতিথি সারজিস আলম বলেন,আমাদের কাছে অভিযোগ আছে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দোসদের বিভিন্ন থানায় কতিপয় পুলিশ ও বিভিন্ন আদালতের কতিপয় বিচারক খুনিদের বিভিন্ন বিনিময়ে প্রশ্রয় দিচ্ছে। আমাদের আন্দোলন এখনোও শেষ হয়নি যেখানে অনিয় দুর্নীতি সেখানেই আমরা প্রতিরোধ করব এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।