শাহারুখ আহমেদ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে একই দিনে নতুন মাটির রাস্তা, আর সিসি ঢালাই এবং ঘাটলাসহ পাঁচটি স্থাপনার শুভ উদ্বোধন করা হয়।
বুধবার ১৪ জুন সকালে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের উপস্থিতিতে, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার বরাদ্দ কৃত অর্থে বারদী ইউনিয়নের তিনটি এলাকায় চারটি রাস্তাসহ একটি ঘাটলার উদ্বোধন করা হয়েছে।
ইউনিয়নের ১নং ওয়ার্ডের মসলন্দপুর শান্তির – সংযোগ সড়ক হইতে সেকের চর শাহাবুদ্দিনের বাড়ি পর্যন্ত আর সি সি ঢালাই, ১ নং ওয়ার্ড সাবেক মেম্বার জজ মিয়ার বাড়ির পুকুরে নতুন ঘাটলা নির্মানের ফলে মসলন্দপুর গ্রামের হাজারো মানুষের পুকুরের পানি ব্যবহারের সুব্যবস্থা করা হয়।
ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছটাকিয়া কবরস্থানে ঈদগাহের ফ্লোর ঢালাইয়ে সুফল পাবে বারদী ইউনিয়নের প্রায় সাত গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। বারদী ইউনিয়নের সব চেয়ে বড় ঈদগাহ ময়দান পূর্বে পাকা না থাকায় মুসল্লীদের বছরে দুইটি ঈদের জামাত আদায় করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো বর্তমানে ফ্লোর ঢালাইয়ের ফলে আর কোনো সমস্যাই হবেনা। এতে স্থানীয় বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেন।
ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জিলানীর বাড়ি হতে – সেনপাড়া ঈদগাহ ময়দানের কাঁচা রাস্তার আর সি সি ঢালাই এবং বারদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জ্যোতি বসুর বাড়ির সংযোগ রাস্তা -হতে চান্দের পাড়া তাইজুলের বাড়ি পর্যন্ত মাটির নতুন রাস্তার শুভ উদ্বোধন করা হয় একই দিনে।
এলাকাবাসী জানায়, এমপি লিয়াকত হোসেন খোকার উন্নয়নে সমগ্র সোনারগাঁওয়ে সু-বাতাস বইছে। আমাদের বারদী এলাকায় তিনি অনেক কাজ করেছেন। এই রাস্তার না থাকার কারনে দীর্ঘকাল যাবত আমরা ভোগান্তি পোহাতে হইতো, রাস্তাটি না থাকার কারনে দৈনিক ৩-৪ গ্রামের হাজারো মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে। রাস্তার কাজ বাস্তবায়নে আমরা বিভিন্ন জনপ্রতিনিধিদের দাড়ে-দাড়ে ঘুরেছি। আমাদের সোনারগাঁয়ে এমপি খোকা নিজ উদ্যোগে রাস্তার কাজ শুরু করেছেন। রাস্তার কাজ সম্পন্ন হলে আমাদের এলাকার সকল স্তরের মানুষের কষ্ট অনেকটা কমে যাবে।
এসময় উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাকির সরকার।
বারদী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফারুক আহমেদ মান্নান, মোহাম্মদ আলী, সাবেক মেম্বার জজ মিয়া, ইসমাইল সরকার রোমান,
মোঃ জামাল হোসেন ,মাওলানা মোঃ মনির হোসেন, তাইজুল ইসলাম, মোঃ অলি আহমেদ, মোঃ সাত্তার মিয়া , আঃ কাদের, বাবু মিয়া ,মেহেদী হাসান, মোঃ আব্বাস আলী , মোঃ আলকাস মিয়া , মোঃ আউয়াল,মোঃ করিম, নুরুজ্জামান,কৃষ্ণা, মোঃ বাসেদ,,হুমায়ুন সরকার, আক্তার হোসেন , সুবহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।