বন্দর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ ও ২০ নং ওয়ার্ডের গ্যাস সংকট নিরশনের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মরক লিপি প্রদান করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার (৩ নভেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন বিভাগ সোনারগাও রুপসী অফিসে এ স্মারক লিপি প্রদান করা হয়।
দীর্ঘদিন যাবত ১৯ ও ২০ নং ওয়ার্ড এলাকার সাধারন গ্রাহকগণ গ্যাস না পাওয়ার কারণ সমুহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারক লিপি মাধ্যমে অবহিত করেন সচেতন মহল। সমস্যা কারন গুলো হলো, ১) গ্যাসের মুল লাইনের সরবরাহ চাপ কম থাকা।
২) দীর্ঘদিনের জরাজীর্ণ পাইপলাইন।
৩) পাইপ লাইনের লিকেজের কারণে পাইপ লাইনে পানি জমা।
৪) ব্যাপক অবৈধ গ্যাস সংযোগ।
বর্তমান সমস্যা সমাধানের লক্ষ্যে বন্দর সিএসডি হইতে নাসিক ১৯ নং ওয়ার্ড ও কলাগাছিয়া পর্যন্ত পাইপের লিকেজ গুলো মেরামত, পাইপের পানি অপসারণ, এবং মুল লাইনের গ্যাসের চাপ বৃদ্ধির মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা করতে হবে।
স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন দড়ি সোনাকান্দা বৃহত্তম পঞ্চায়েত কমিটি সভাপতি আলহাজ্ব নূর হোসেন, দড়ি সোনাকান্দা বাইতুল সালাত জামে মসজিদ কমিটির সভাপতি শফিউল্লাহ, দড়ি সোনাকান্দা তিন গম্বুজ জামে মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, সমাজ সেবক ও সাংবাদিক সাবিবর আহাম্মেদ সেন্টু, সাংবাদিক বিল্লাল হোসেন, সমাজ সেবক মো: নাজিম উদ্দীন, টুটুল,খোরশেদ আলম, আলমগীর হোসেন, নিপুসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।