বন্দর প্রতিনিধি: বন্দরে নৌ-পুলিশের সিগনাল অমান্য করে বেপরোয়া গতিতে বালুবাহী ব্লাকহেড চালিয়ে যাওয়ার সময় কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ এমবি মিশু মোল্লা নামে বালুবাহী ব্লাকহেডসহ ২ জনকে আটক করেছে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী পুলিশ। আটককৃতরা হলো চট্রগ্রাম জেলার মিরেশ্বরাই থানার জাফরাবাদ এলাকার মৃত মাজাহারুল ইসলাম ওরফে কিসমত মিয়ার ছেলে ব্লাকহেড মাষ্টার আব্দুর রব ওরফে রতন (৪২) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভবানীপুর এলাকার আনছার হাওলাদারের ছেলে ব্লাকহেডের মিস্ত্রী নাইম হোসেন (২৬)। গত ১৪ মার্চ সোমবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ চরধলেশ্বরীস্থ শীতলক্ষা নদীতে অভিযান চালিয়ে উল্লেখিত ব্লাকহেডসহ ওই দুই জনকে আটক করা হয়। এ ঘটনায় কলাগাছিয়া নৌ-ফাঁড়ি উপ-পরিদর্শক উদয় বরণ সরকার বাদী হয়ে মঙ্গলবার সকালে আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৩(৩)২২। তথ্য সূত্রে জানা গেছে, কলাগাছিয়া নৌ-ফাঁড়ী উপ-পরিদর্শক উদয় বরণ সরকারসহ সঙ্গীয় র্ফোস গত ১৪ মার্চ সোমবার রাতে শীতলক্ষা নদীতে টহল ডিউটি করার সময় ঢাকা দিক হইতে এমবি মিশু মোল্লা-১ নামে একটি বাল্কহেড বেপরায়া গতীতে চালিয়ে যাওয়ার সময় বন্দরে চরধলেশ্বরীস্থ শীতলক্ষা নদীতে আসলে ওই সময় টহলরত নৌ-পুলিশ ব্লাকহেড চালককে থামার জন্য সিগনেল দেয়। ওই সময় উল্লেখিত ব্লাকহেড চালক নৌ-পুলিশের সিগনাল অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার ব্লাকহেড মিস্ত্রী নাঈম হোসেন ও বাল্কহেড মাষ্টার আব্দুর রব ওরফে রতনকে আটক করে। পরে নৌ-পুলিশ আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা রুজু করে মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করেছে।