বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা গোলাম নবী মুরাদের স্ত্রী রুবি বেগম (৪৮) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) ভোর ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। মরহুমার নামাজের জানাযা বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বাদ এশা সোনাকান্দা বড় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর সোনাকান্দা কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়। মরহুমার নামাজের জানাযা উপস্থিত ছিলেন বন্দরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গদ