বন্দরে দিন দুপুরে ১০ বছরের এক শিশুকে যৌন হয়রানি ঘটনায় লম্পট মঞ্জুরুল আলম ওরফে মঞ্জিল (৩৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১ আদমজীনগর। গ্রেপ্তারকৃতকে রোববার (২৫ জুন) দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ।
এর আগে রোববার (২৫ জুন) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মঞ্জুরুল আলম মঞ্জিল ১৫/৩ উইলসন রোড নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার মৃত আউয়াল মোল্লা মিয়ার ছেলে। গত মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার নবীগঞ্জ পূর্বপাড়াস্থ নিলু মিয়ার ভাড়াটিয়া ঘরে পিছনে ঝোপের আড়ালে ঐ যৌন হয়রানির ঘটনাটি ঘটে। এ ঘটনায় গত বুধবার (২১ জুন) রাতে ভূক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে লম্পট মঞ্জুরুল মোল্লা ওরফে মঞ্জিলকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বন্দর থানার নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার উল্লেখিত বাড়ি ভাড়াটিয়ার (১০) বছরের এক কিশোরী মেয়ে বাড়ি পিছনে খেলা করছিল। ঐ সময় উল্লেখিত লম্পট অবুঝ কিশোরীকে কৌশলে ঝোপের আড়ালে ডেকে নিয়ে যৌন হয়রানি করে। ঐ সময় কিশোরী ডাক চিৎকারে আশে পাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে লম্পট মঞ্জুরুল মোল্লা ওরফে মঞ্জিল কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের করলে র্যাব-১১ আদমজীনগরের একটি টিম বন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লম্পট মঞ্জুরুল আলম মঞ্জিলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র্যাব-১১ গ্রেপ্তারকৃতকে থানায় সোপর্দ করলে মামলার তদন্তকারি কর্মকর্তা ধৃতকে ঐ দিন দুপুরে আদালতে প্রেরণ করেছে।