1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মিথ্যা মামলার সাজা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন সোনারগাঁয়ে মাদক, চাঁদাবাজ ও দখলদারের বিরুদ্ধে গণসচেতনতা মূলক মিছিল চট্টগ্রামে পূজা -অর্চনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনে নিরাপত্তা সমন্বয় সভা সিইপিজেডস্থ বে- শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির নির্বাচনে তাজু চৌধুরী সভাপতি ও জারগাম মেহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত অনুর্ধ্ব ১৪টিমের প্রস্তুতি ফুটবল ম্যাচে মারুফ একাদশ নীলদল-২-১গোলে জয়ী সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ইন্তেকাল সিপিজিএ ১ম স্টান্ডার্ড রেটিং স্কুল দাবা প্রতিযোগিতা শুরু: উদ্ধোধন করেন রানী হামিদ চট্টগ্রামে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অক্টোবর সেবা সপ্তাহ শুরু: গ্রাউন্ড র‌্যালির উদ্ধোধন রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হামলার প্রতিবাদে মানববন্ধন সাংবাদিক সুলতানের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ 

বন্দরে র‍্যাব-৩ এর অভিযানে সিমবক্স ও হার্ডডিক্সসহ নাজমুল হাসান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

বন্দরে অবৈধ ভাবে সিমবক্স, হার্ডডিস্ক ও বিভিন্ন মোবাইল কোম্পানীর সিম কার্ডসহ বিভিন্ন যন্ত্রপাতি মুজদ এবং ক্রয় ও বিক্রির অপরাধে নামজুল হাসান (৩৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ সিপিসি খিলগাও ক্যাম্প । ঐসময় র‌্যাব-৩ সিপিসি গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি সিমবক্স যাহার পোর্ট সংখ্যা ১২৮টি, ১৬ এ্যান্টেনা বিশিষ্ট সিমবক্স যাহার পোর্ট সংখ্যা ১৬টি, ৮টি এ্যান্টেনা বিশিষ্ট ১টি মোডেম পোল যার পোর্ট সংখ্যা ৮টি, একটি হার্ডডিস্ক যার গায়ে টসিবা লেখা, ৬৮টি গ্রামীন সিমকার্ড, ১৫টি টেলিটক সিমকার্ড জব্দ করে। গত ৮ জুন বুধবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়াস্থ ভাই ভাই রাইস এজেন্সি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাজমুল হাসান একই এলাকার আলমাছ আলী সরদারে ছেলে। এ ব্যাপারে র‌্যাব-৩ সিপিসি ডিএডি সিএ/ইউএভিডিও খালেকুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন আইনে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৬(৬)২২। তথ্য সূত্রে জানা গেছে, র‌্যাব-৩ সিপিসি ডিএডি খালেকুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করার জন্য গত ৮ জুন বুধবার খিলগাও এলাকার পল্লিমা সংসদের সামনে অবস্থান করে। পরে উল্লেখিত টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ঘারমোড়া এলাকায় ভাই ভাই রাইস এজেন্সি দোকানের সামনে পাকা রাস্তার উপর গ্রামীন ও টেলিটক কোম্পানীর সিম বক্স, হার্ডডিক্স ও বিভিন্ন কোম্পানী সিমকার্ড ক্রয় ও বিক্রয় করার জন্য প্রদর্শন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে র‌্যাব-৩ বন্দরে ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত সিমবক্স, হার্ডডিক্স ও বিভিন্ন কোম্পানী ৮৩টি মোবাইল সিম জব্দ করে। এ ব্যাপারে র‌্যাব-৩ বাদী হয়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে।

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com