বন্দর প্রতিনিধি:
বন্দরের প্রয়াত ক্রীড়াবিদ ফয়সাল আহমেদ মন্টি স্মরণে আয়োজিত মন্টি স্মৃতি সার্কেল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী ৭ মার্চ শুক্রবার বেলা ১২টায় স্থানীয় মাহমুদনগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর এ ফাইনালে সালাম স্টীল লিমিটেড প্রতিপক্ষ আব্দুল্লাহপুর বন্ধুমহলকে৫ উইকেটের সুস্পষ্ট ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে মানিপ্রাইজ ও ট্রফি তুলে দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি খন্দকার মাহমুদুল হাসান আরমান। ঢাকা বাদামতলী চাউল আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী নিজামউদ্দিন আহাম্মদের সভাপতিত্বে খেলার আনুষ্ঠনিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী সামাউন হাবিব। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মোঃ সামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি সামিয়া ইসলাম নেভিনা,অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সোহেলী আক্তার,ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, হাজী আমির হোসেন,আব্দুর রহমান লিটন ওমোঃ ওয়ালীউল্লাহ সবুজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোমেন ইসলাম,মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,২৩নং ওয়ার্ড বিএনপি নেতা হানিফ কবির,২২নং ওয়ার্ড বিএনপি নেতা জাহিদুল ইসলাম,মোঃ শাহজাহান,মোঃ মুকুল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাহমুদুল হাসান আরমান বলেন,খেলাধূলা মানুষকে ভাল রাখে। যেই সমাজে খেলাধূলা চর্চা থাকে সেই সমাজে মাদক গ্রাস করতে পারে না। তিনি আরো বলেন, খেলাধূলার মাধ্যমে প্রয়াত ক্রিকেটার মন্টির স্মৃতিকে ধরে রাখতে হবে। এজন্য পৃষ্ঠপোষকতার প্রয়োজন হলে আমাদের সহযোগিতার হাত প্রসারিত থাকবে ইনশাল্লাহ।