বন্দরে ধামগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মনিরের কারিশমায় কৃষকদের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডিআর পেপার ইন্ডাষ্ট্রিজ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে উল্লেখিত প্রতিষ্ঠানের মালিক দিলু চৌধুরীর বিরুদ্ধে। কৃষকদের হালট দখল করে ইন্ডাষ্ট্রিজ নির্মাণের ঘটনায় সাধারণ কৃষক ও স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশসহ কতিপয় মনির মেম্বার ও ইন্ডাষ্ট্রিজ মালিক দিলু চৌধুরী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে মনারবাড়ি এলাকার কৃষকসহ সর্বস্তরের সাধারণ জনগণ।
কৃষক ও এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত কয়েক বছর ধামগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনারবাড়ি এলাকায় বিশাল কৃষি জমি বিলীন করে সেখানে ডিআর পেপার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান নির্মাণ করে আসছে। উল্লেখিত প্রতিষ্ঠানটি নির্মাণ কাজের তদারকি করে আসছে স্থানীয় মেম্বার মনিরসহ তার বেশ কয়েকজন সহযোগী। প্রতিষ্ঠানের মালিক ও স্থানীয় মেম্বার মনিরের সহতায় উল্লেখিত এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী লোককে ম্যানেজ করে দিন দুপুরে সাধারন কৃষকদের হালট দখল করে অবৈধ ভাবে বালু দিয়ে ভরাট করে দখলের পাঁয়তারা করে আসছে। কৃষকদের হালট দখলে নেওয়ার কারনে পয়নিস্কাসনসহ কৃষকদের যাতায়েতের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার মনিরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদার সাথে আলাপকালে তিনি জানান, হালট দখলের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।