1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদগাহের জমি ওয়াকফা দাবিতে বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত আজ লাঙ্গলবন্দ তীর্থ অষ্টমী স্নানোৎসব শুরু ঈদের ষষ্ঠ দিন “চ্যানেল এস” এ প্রচারিত হবে মাসুদ রানা পরিচালিত নাটক চক্কর সোনারগাঁয়ে ডাকাতদের হুমকির চিঠি, আতঙ্কে এলাকাবাসী কেনাডিয়ান প্রবাসী ইমিগ্রেশন আইনজীবী হক কায়জারের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ পটুয়াখালী জেলা গলাচিপা ঈদের নামাজে মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত ২ জন হাসপাতালে ভর্তি বন্দরে রামনগরে দুই পক্ষের সংঘর্ষে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট সাবেক যুবদল নেতাসহ উভয় পক্ষের আহত- ১০ মেঘলা টিভি ও বিবিসি প্রেসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁ পৌর সেচ্ছাসেবক দলের উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ উলিপুরে জাতীয়তাবাদী দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বন্দরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে খেলার ধ্বংসের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

বন্দর প্রতিনিধি: বন্দরে খেলার মাঠ ও মনোরম প্রকৃতি ধ্বংস করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরিণ জল পরিবহন (বিআইডব্লিউটিসি ) কর্তৃপক্ষের বিরুদ্ধে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৫ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকাবাসী গনমাধ্রমের কাছে এ অভিযোগ করেন। তারা বলেন, শীতলক্ষ্যা নদীর তীর সংলগ্ন মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্য ও এলাকার একমাত্র খেলার মাঠটি নষ্ট করে ওয়ার্কশপ তৈরির নামে অযথা স্থাপনা নির্মাণ করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। যা প্রকৃত পক্ষে প্রতিষ্ঠানটির কোনো কাজে আসবেনা। এতে নষ্ট হবে পরিবেশের ভারসাম্য । ধ্বংস হবে খেলার মাঠ। এ অবস্থায় খেলার মাঠ রক্ষা ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সম্প্রতি বন্দরের চৌরাপাড়া বিআইডব্লিউটিসি মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে এক অভিনব প্রতিবাদের মাধ্যমে খেলার মাঠটি রক্ষার দাবি জানান খেলোয়াড়সহ এলাকাবাসী । এ সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়। চৌরাপাড়া এলাকার বাসিন্দা নাসির হোসেন জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া একটি জনবহুল এলাকা। এ এলাকার ছেলেরা ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলায় জাতীয় পর্যায়ে অবদান রাখছে। কিন্তু এলাকায় খেলাধূলার জন্য কোন মাঠ নেই। এলাকার পশ্চিম দিকের নদীর তীরে বিআইডব্লিউটিসির ভাসমান ডকইয়ার্ডের মাঠই খেলাধূলা চর্চার এক মাত্র ভরসা। সুপ্রাচীনকাল থেকে এলাকার মানুষ এই মাঠে খেলাধূলাসহ নানা অনুষ্ঠানাদির আয়োজন করে আসছেন। জায়গা না থাকায় কেউ মারা গেলে এখানে জানাজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে দুরদুরান্ত থেকে অনেক ভ্রমন পিপাসু মানুষও এখানে আসেন। প্রতিদিন বিকেলে এলাকার মানুষ নির্মল পরিবেশে একটু শান্তির নি:শ্বাস নিতে এখানে ছুটে আসেন। কিন্তু দু:খজনক হলেও সত্যি যে একমা নামে ভাসমানের ডকইয়ার্ডের একটি ওয়ার্কশপ থাকা সত্ত্বেও বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ মাঠটিতে আরেকটি ওয়ার্কশপ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। যা সরকারী এই সংস্থাটির আর্থিক ক্ষতির কারণ হতে পারে। স্থানীয় শামীম হোসেন জানান, মাঠ না থাকলে এলাকার ছেলেরা কোথায় খেলাধুলা চর্চা করবে। খেলাধূলা এক প্রকার উঠেই যাবে। খেলাধূলা না থাকলে যুব সমাজ বিপথগামী হবে। খেলাধূলার পরিবেশ না পেয়ে নষ্ট পথে পা বাড়াবে কিশোররা। এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র সোনাচোরা ডকইয়ার্ডের ম্যানেজার প্রকৌশলী এনামূল হক তপু জানান, বন্দরের চৌরাপাড়া বিআইডব্লিউটিসি’র মাঠে ওয়ার্কশপ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। এখন সেখানে নিরাপত্তা দেয়াল নির্মাণ করা হচ্ছে। সংস্থার প্রয়োজনেই তা করা হচ্ছে। এদিকে মাঠ এবং প্রাকৃতিক পরিবেশ নষ্ট না করে মাঠের সৌন্দর্য আরও বৃদ্ধি করে স্থানটি পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিনত করার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com