বন্দরে নিখোঁজ ঘটনার দীর্ঘ ৭ মাস ৯ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত নিখোঁজ কিশোর আরিফ (১৪)কে উদ্ধারের খবর জানাতে পারেনি পুলিশ। এদিকে নিখোঁজ সন্তানের কোন হদিস না পেয়ে ভূক্তভোগী পরিবার চরম আতংক ও হতাশার মধ্যে দিনযাপন করছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় বন্দর ৫৫নং এসএস সাহারোড এলাকা থেকে উল্লেখিত কিশোর নিখোঁজ হয়। নিখোঁজ আকাশ বন্দর রুপালী আবাসিক এলাকার আমিনুল ইসলাম মন্টু মিয়ার ছেলে। নিখোঁজ ঘটনার ৮ দিন অতিবাহিত হওয়ার পর গত (১ ডিসেম্বর) নিখোঁজ কিশোরের পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১৯ তাং- ১-১২-২২ইং।
নিখোঁজ জিডি বাদী গণমাধ্যমকে জানিয়েছে, আমি ও আমার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দর রুপালী আবাসিক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছি। প্রতিদিনের মত গত (২২ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৪টায় আমাদের ভাড়াটিয়া বাসা থেকে বন্দর ৫৫নং এসএম সাহারোডের উদ্দেশ্যে বের হয়ে দীর্ঘ ৭ মাস ৯দিন ধরে আমার ছেলে নিখোঁজ হয়। অনেক স্থানে খোঁজাখুজি করে না পেয়ে গত (১ ডিসেম্বর) এ ব্যাপারে আমি বন্দর থানায় নিখোঁজ জিডি করি। পুলিশ এখন পর্যন্ত আমার ছেলের কোন সন্ধান দিতে পারেনি। ছেলের শোকে আমার স্ত্রী কাতর হয়ে যাচ্ছে। যদি কোন হৃদয়বান ব্যক্তি আমার ছেলের কোন সন্ধান দিতে পারেন তাকে বন্দর থানায় সংবাদ জানানোর জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।