গৃহবধূ ধর্ষনের ব্যর্থ চেষ্টা ঘটনার দীর্ঘ ১ মাস ৯ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। গত রোববার (৩ জুলাই) ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শাহীনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৯(৭)২২। এর আগে গত ২৩ মে বন্দর উপজেলার তিনগাও এলাকায় ঐ ধর্ষনের চেষ্টার ঘটনাটি ঘটে।
তথ্য সূত্রে জানা গেছে, গত ২ বছর পূর্বে বন্দর উপজেলার তিনগাও এলাকার শুকুর আলী মিয়ার স্ত্রীর সাথে একই উপজেলার বেঁজেরগাও এলাকার মৃত আমির হোসেন মিয়ার ছেলে শাহীন মিয়ার পরিচয় হয়। ঐ পরিচয়ের সূত্র ধরে শাহীন বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে উক্ত গৃহবধূকে উত্ত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত ২৩ মে রাতে শাহীন মিয়া গৃহবধূর স্বামী অবর্তমানে বসত ঘরে এসে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। ওই গৃহবধূ শাহীনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই সময় লম্পট শাহীন ক্ষিপ্ত হয়ে ভ’ক্তভোগী গৃহবধূকে ধর্ষনের ব্যার্থ চেষ্টা চালায়। ওই সময় গৃহবধূ চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসার পূর্বেই লম্পট শাহীন পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, গৃহবধূকে ধর্ষনের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।