বন্দরে গভীর রাতে ইন্টারনেটের সেবা প্রদানের ডিভাইসসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় চিহিৃত চোর রাজিবসহ সঙ্ঘবদ্ধ চোরের দলের ৭ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঐ সময় স্থানীয় জনতা আটককৃত চোরদের কাছ থেকে ৯টি অনু সুইচসহ ১৫ হাজার টাকার ইন্টারনেটের বিভিন্ন সরমঞ্জাম উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের রোববার (২৫ জুন) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত শনিবার (২৪ জুন) রাতে বন্দর রেললাইন বাসস্ট্যান্ড এলাকা থেকে এদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। গ্রেপ্তারকৃত চোরেরা হলো বন্দর থানার সোনাকান্দা তেঁতুল তলা এলাকার লুৎফর রহমান পারুল মিয়ার ছেলে চিহিৃত চোর রাজিব (৩২) বন্দর সিএসডি গেইট এলাকার মুক্তার মিয়ার ছেলে ফরহাদ (১৭), একই এলাকার নজরুল ইসলাম হাওলাদার মিয়ার ছেলে রফিকুল ইসলাম মামুন (১৭), নবীগঞ্জ মাঠপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে সিয়াম (১৬), একই এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে ফয়সাল (১৬), বন্দর কড়ইতলা খালপাড় এলাকার মৃত হাবিজুল্লাহ মিয়ার ছেলে রাকিব (২৫) ও ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকার দুখু মিয়া ছেলে সাকিব (২৫)।
এ ব্যাপারে রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় বন্দর আইএসপি ব্যবসায়ী এসোসিয়শন এর আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ্য করে ও ৯/১০ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩২(৬)২৩ ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর ৪৩০/১ উইলসন রোড এলাকার মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে মহিউদ্দিন সিদ্দিকী দীর্ঘ দিন ধরে বন্দরে রুপালী, আমিন, র্যালী, জোরার্স, বন্দর কবরস্থান রোড, একরামপুর ইস্পাহানী, বন্দর শাহীমসজিদ, ছালেহনগর, বন্দর কলাবাগসহ বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছি। অজ্ঞাত নামা চোরের দল বিভিন্ন সময়ে উল্লেখিত স্থান থেকে ইন্টারনেটের ডিভাইস, সুইচ, অনু ও এমসি চুরি করে নিয়ে আমাদের ১৫ লাখ টাকা ক্ষতি সাধন করে। এর ধারাবাহিকতায় গত শনিবার গভীর রাতে বন্দর রেললাইন এলাকায় চোর রাজিব, মাহামুদনগর এলাকার মিশাল একই এলাকার আকাশ, কালা, সালাউদ্দিন, তুহিন ও কালামসহ অজ্ঞাত নামা ৯/১০ জন চোর ইন্টারনেটের যন্ত্রাংশ চুরি করার সময় স্থানীয় জনতা চোর রাজিবসহ ফরহাদ, রফিকুল ইসলাম মামুন, সিয়াম, ফয়সাল, রাকিব, সাকিবকে আটক করতে সক্ষম হলেও চিহিৃত চোর মিশালসহ আকাশ, কালা, সালাউদ্দিন, তুহিন ও কালামসহ আরো অন্যান্য চোরেরা কৌশলে পালিয়ে যায়।