বন্দর প্রতিবেদক
বন্দরে গড়ে ওঠা অর্ধশতাধিক ইটভাটা রক্ষার্থে এক বিক্ষোভ ও সমাবেশ করেছেন ইট প্রস্তুতকারি মালিক সমিতি। গতকাল মঙ্গলবার সকালে বন্দর উপজেলা চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বন্দর ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা ইট প্রস্তুতকারি মালিক সমিতির নেতৃবৃন্দ । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইট প্রস্তুতকারি মালিক সমিতির সভাপতি মমিন খান ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন। তারা বলেন, সারা দেশের ন্যায় ৩০/৩৫ বছর যাবত অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইটভাটার ব্যবসা পরিচালিত হচ্ছে।রাস্তাঘাট,ঘরবাড়ি সহ অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। সরকারের নির্দেশ মোতাবেক প্রযুক্তিগত উন্নয়নে ইটভাটায় ৫ থেকে ১০ % বায়ুু দুষণ করছে ও জৈব বস্তু পোড়ানোতে ৪০% এবং যানবাহনের কালো ধোঁয়ায় ৫০ % দুষণ করা হচ্ছে। এই শিল্পে সারা দেশে ৫০ লাখ শ্রমিকের কর্মসংস্থানে ২ কোটি মানুষের রুটি রোজগারের ব্যবস্থা আমরাই করছি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে ইটভাটার ওপর পরিবেশ দুষণের দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও প্রত্যেক ইটভাটার কোটি টাকার ওপর ব্যাংক লোন রয়েছে। এসময় ইটভাটা রক্ষার্থে প্রয়োজনে শ্রমিক- মালিক ও জনগনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন বক্তরা।