অজ্ঞাত পোঁকার কামড়ে মহিউদ্দিন (৫২) নামে এক মেকানিক্যাল মিস্ত্রি র্দীঘ ১ মাস চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। রোববার (২৭ আগস্ট) দুপুর দেড়টায় বন্দর উপজেলার চর-ঘারমোড়াস্থ তার নিজ বাসভবনে গুরুত্বর অসুস্থ্য হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুবরণকারি মহিউদ্দিন উল্লেখিত এলাকার মৃত কাদির মিয়ার ছেলে। এর আগে গত ২৭ জুলাই অজ্ঞাত পোঁকার আক্রমণের শিকার হন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। মরহুমের নামাজে জানাযা রোববার বাদ আছর বন্দর উপজেলার ঘারমোড়াস্থ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এ ব্যাপারে নিহতের স্বজন ও এলাকাবাসী গণমাধ্যমকে জানিয়েছে, গত ২৭ জুলাই মেকানিক্যাল মিস্ত্রী মহিউদ্দিন অজ্ঞাত পোঁকার আক্রমনের শিকার হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পরে। পরে তাকে আশংকাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে প্রেরন করা হলে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২০ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষ মেকানিক্যাল মহিউদ্দিনকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।