1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে লিজেন্ড ইউনিটি পৌরসভা বনাম সোনারগাঁ ঈশাখাঁ একাদশ: টুর্নামেন্টের ফাইনাল কাল নারায়ণগঞ্জের বন্দরে একটি মার্কেটে আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে ছাই ব্যবসায়ীদের আহাজারি মেয়র আইভীর ছোট ভাইয়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র শোক বন্দরে বড় বোনকে কুপিয়ে জখমের মামলায় ছোট ভাই গ্রেপ্তার বন্দরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা গ্রেপ্তার- ২ উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ঈদের ছুটিতেও গাইবান্ধায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম অব্যহতছিল ঈদগাহের জমি ওয়াকফা দাবিতে বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত আজ লাঙ্গলবন্দ তীর্থ অষ্টমী স্নানোৎসব শুরু ঈদের ষষ্ঠ দিন “চ্যানেল এস” এ প্রচারিত হবে মাসুদ রানা পরিচালিত নাটক চক্কর

প্লাস্টিক বোতলে পানি পানে হতে পারে যেসব ক্ষতি

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ বুধবার, ১ জুন, ২০২২

আমরা সবাই জানি, পানি হলো স্বাস্থ্যকর পানীয়। কিন্তু আমরা কি জানি, প্লাস্টিকের বোতলে পানি খেলে শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে?
অস্ট্রেলিয়ার নিউকাসেল বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এ সংক্রান্ত একটি সমীক্ষা হয়। দেখা যায়, প্রতি সপ্তাহেই অধিকাংশ মানুষ কিছুটা করে প্লাস্টিক খেয়ে ফেলেন। তার মধ্যে সবচেয়ে বেশি যায় পানীয় জলের সঙ্গে।

প্লাস্টিক যে স্বাস্থ্যের জন্য ভাল নয়, তা তো সকলেই জানেন। তবে প্রতি সপ্তাহে এত পরিমাণ প্লাস্টিক শরীরে গিয়ে কত ক্ষতি করছে?
প্লাস্টিক যেমন নানা ভাবে শরীরে প্রবেশ করে, তেমন তা বের করে দেওয়ারও প্রক্রিয়া রয়েছে। ফলে সামান্য পরিমাণ প্লাস্টিক গেলেই যে তা শরীরে থেকে যাচ্ছে, এমন নয়। বিশেষ করে যারা নিয়মিত বোতলবন্দি পানি কিনছেন, তাদের শরীরে বিভিন্ন ভাবে প্লাস্টিক যাচ্ছে তার সঙ্গে। সে প্লাস্টিকের অনেকটাই রোজ বেরও করে দেয় শরীর। তাই বলে যে প্লাস্টিকের কোনও ক্ষতি নেই, তেমন কিন্তু নয়।

একটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্লাস্টিকের বোতলে পানি পান করা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই বোতলগুলো তৈরি হয় পলিথিলিন টেরেফথ্যালেট (পেট) দিয়ে। বোতল উচ্চ তাপমাত্রায় থাকলে এ রাসায়নিক উপাদান পানিতে মিশে যেতে পারে। এতে পানি বিষাক্তও হয়ে উঠতে পারে।

প্লাস্টিক যদি নিয়মিত শরীরে প্রবেশ করে তবে তার প্রভাব নানা ভাবে পড়তে পারে। শ্বাসকষ্ট থেকে ক্যানসার, নানা ধরনের রোগের আশঙ্কা বাড়ে। পুরুষদের মধ্যে দেখা দিতে পারে বন্ধ্যাত্বের সমস্যা। প্লাস্টিকের বোতল কেন ক্ষতিকর, তার আরও কিছু ব্যাখ্যা দেওয়া যাক —

  • প্লাস্টিক শুধু রাসায়নিকেই ভরা নয়, তারা ফ্লোরাইড, আর্সেনিক ও অ্যালুমিনিয়াম নির্গত করে, যা মানবশরীরের জন্য বিষাক্ত। প্লাস্টিকের বোতলে পানি খাওয়ার অর্থ ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি করা।
  • প্লাস্টিকের বোতল ব্যবহার স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। প্লাস্টিকে রয়েছে বাইফেনিল জাতীয় রাসায়নিক, যা ডায়াবেটিস ও উর্বরতায় সমস্যা সৃষ্টিকারী।
  • প্লাস্টিকের বোতল পরিবেশের জন্য ক্ষতিকর। শত বছরেরও বেশি সময় লাগে প্লাস্টিক ক্ষয়প্রাপ্ত হতে। ফলে প্লাস্টিকের জিনিস ব্যবহারের বিষয়ে সতর্ক থাকা জরুরি।

যদিও অতিরিক্ত আতঙ্কের কোনো প্রয়োজন নেই। আমরা সবাই জানি যে, আমাদের শরীরের ওজনের প্রায় ৬০ শতাংশই পানি। মানবদেহ পানি ব্যবহার করে এর কোষ, প্রত্যঙ্গ ও টিস্যুগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ ও শরীরের কার্যক্রম ঠিকঠাক চালাতে। কারণ, শ্বাস-প্রশ্বাস, ঘাম আর হজমে শরীরের অনেকখানি পানি খরচ হয়ে যায়। তাই শূন্যতা পূরণে তরল পানীয় ও যেসব খাবারে পানি আছে, সেসব খাবার খাওয়া জরুরি হয়ে পড়ে।

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com