জাকির হোসেন ঝন্টুঃ
সাদীপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে অত্র বিদ্যালয় কতৃপক্ষ মিলাদ-মাহফিল ও দোয়ার আয়োজন করছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামবাংলা টিউবসের চেয়ারম্যান ও সাদীপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সফল সভাপতি আলহাজ্ব মো আবু বকর সিদ্দিক। আজ ৮ ফ্রেরুয়ারী বৃহস্পতিবার সকালে ১০টায় সাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া-মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো তাবারক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে এ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো রফিকুল ইসলাম, আঃলীগ নেতা মো আসাদুর রহমান আসাদ, সাদীপুর ইউনিয়ন যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. চায়েল মোল্লা, বিদ্যালয়ের ডোনার সদস্য মো. আবু সাআদ, অভিভাবক প্রতিনিধি মো. হযরত আলী, মো. মনির হোসেন মেম্বার, আফজাল শরীফ, ইকবাল প্রধান বাচ্চুসহ অন্যান্য অভিভাবক প্রতিনিধিবৃন্দ, সাবেক অভিভাবক প্রতিনিধি হাবিবুল্লাহ মিয়া, একেএম ফজলুল হক কবির, আঃ আজিজ মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আওলাদ হোসেন সহ অভিভাবক প্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।
এ বছর অত্র বিদ্যালয় থেকে ১শ ৩৭ জন শিক্ষার্থী আগামী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সফল সহকারী শিক্ষক আব্দুল আজিজ।