1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বস্র বিতরণ বাফুফে নির্বাচনে জয়ী যারা: নতুন প্রেসিডেন্ট তাবিথ আউয়াল,চার সহ- সভাপতি চমকপ্রদ জয় দক্ষিণ হালিশহরে মফিজুর রহমান:সুদ-ঘুষ, জুয়া, মাদক প্রতিরোধে যুবকদের এগিয়ে আসার আহ্বান সোনারগাঁয়ে পিরোজপুরে অবৈধ গ্যাসের চালিত চুনা ফ্যাক্টরিতে অভিযানে বিচ্ছিন্ন করা হলো গ্যাস সংযোগ সোনারগাঁয়ের খিদিরপুরে রাস্তার বেহাল দশা।। জনদুর্ভোগ চরম কর্ণফুলীর চরলক্ষ্যা থেকে ৮ বছরের সাজা প্রাপ্ত আসামি আলমগীর মেম্বার কে আটক নুরুল ইসলাম বিএসসি ও স্ত্রীর সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম অর্থঋণ আদালত সিনিয়র সচিব পদে নিয়োগ পেয়েছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান জোবায়ের সোনারগাঁয়ে কবরস্থানের জমি বিক্রি করায় এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে হামলা সংযোগ বৈধ করার দাবিতে মহাসড়ক অবরোধ আহত-৫

পদ্মার চরে পিকনিক

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ মঙ্গলবার, ৭ জুন, ২০২২

জাহাঙ্গীর আলম, পুরান ঢাকা :

পুরান ঢাকার ইস্টবেঙ্গল ইন্সটিটিউশন ৯৫ ব্যাচ এর বন্ধু পলাশ খানের নেতৃত্বে স্কুলের সকল বন্ধুদের সহযোগিতায় গত শুক্রবার মুন্সীগঞ্জের ঘোড়দৌড় সংলগ্ন পদ্মার চরে পদ্মা রিসোর্টে সারা বাংলাদেশ থেকে এসএসসি ৯৫ এবং এইচ এস সি ৯৭ ব্যাচর প্রায় ৪৫০ জন অংশগ্রহণে ব্যতিক্রম পিকনিক আয়োজন করা হয়। সারাদেশ থেকে দলবদ্ধ হয়ে রিসোর্টে সবাই প্রবেশ করে প্রথমেই টলার দিয়ে পদ্মার চরে পৌঁছাতে হয় পদ্মা রিসোর্টে ঢুকতেই পদ্মার রিসোর্ট এর স্বত্বাধিকার রঞ্জু , সুহৃদ নুরুল আমিন খান তপু ও শুভ দাস সহ অনেকেই অভ্যর্থনা জানায়। প্রবেশ করা মুখেই ভিতরে অনেক সুন্দর ফুলের বাগান । বিভিন্ন ফুল ও ফলের গাছ আছে এবং কাঠের বানানো ছোট ছোট পরিপাটি টং ঘর আছে ।মাছরাঙ্গা, গাংচিল, বাবুই, টুনটুনি ইত্যাদি নাম দিয়ে সুন্দর নাম করণ করা হয়।

 

পশ্চিম দিকে বানানো হয় বিশাল প্যান্ডেল আর চারিদিকে অথৈ পানি। দক্ষিনে দেখতে কক্সবাজারের মত। বিশাল পদ্মা। রিসোর্টের পাশ ঘেঁষে অসংখ্য লাইটারেজ জাহাজ নৌকা জেলেদের নৌকা চলাচল করছে একটু দূরেই দেখা মিলছে কুয়াশাচ্ছন্ন থাকার মত পদ্মা ব্রিজ। দেখতে অনেক সুন্দর লাগছে । মোটকথা একটা পরিপূর্ণ পিকনিক স্পট। বিভিন্ন এলাকার বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে আসতে থাকলে ভিড় বাড়তে শুরু করে। সকলেই রোকন এবং রেজা ও রতনের কাছ থেকে টোকেন সংগ্রহ করে ।

আয়োজক পলাশ খান কে অনেক ক্লান্ত লাগছিলো। এরইমধ্যে বন্ধু শাহ আলম, অমিত, কামরুল, জিএম বাবু ,মুক্তার, জাহাঙ্গীর,হাবিব মোজাফফর ভাই সহ অনেকেই পদ্মারপানিতে ঝাপাঝাপি শুরু করে দিল। কেউ আবার ঘুড়ি ওড়াচ্ছে কেউ আবার ছবি তোলায় ব্যস্ত ।সারা বাংলাদেশ থেকে বন্ধুরা আসছে একে-অপরের সাথে পরিচয় হচ্ছে কথা বলছে। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই স্টেজে উঠে আসলো এল, আর, বি ,র ফাউন্ডার সদস্য স্বপন ভাই , রিয়াদ ভাই, ও রনিকে নিয়ে গঠিত কিংস ব্যান্ডের এর পরিবেশনা রনির কন্ঠে নীল নয়না , দিয়ে শুরু ও বাংলাদেশ গানটি দিয়ে শেষ করে ।মন চাইলে মন পাবি দেহ চাইলে দেহ, গানের তালে তালে সুহৃদ রা নাচানাচি শুরু করে দেয়। বিকেলে আসল কাঙ্খিত সেই নোভা ব্যান্ড এর ফজল ভাই স্টেজে উঠে শুরু করলেন পদ্মার পাড়ে , আর রাখাল ছেলে দিয়ে শেষ করেন। প্রোগ্রাম শেষে সমাপনী বক্তব্যে পলাশ খান , ইস্টবেঙ্গল ইন্সটিটিউশন এর সকল বন্ধুদের সহযোগিতায় একটা সুন্দর প্রোগ্রাম সমাপ্ত করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করেন।

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com