নারায়ণগঞ্জ প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় আলহাজ্ব আফসার করিম প্লাজার সিটি ব্যাংকের সামনে থেকে আফসার করিম প্লাজার মালিক আলহাজ্ব নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা।
পহেলা মে রাত ৮টার সময় পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে।
এ বিষয়ে কথা বলতে সাংবাদিকরা সরেজমিনে গেলে ফল ব্যবসায়ী উত্তম জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম, এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করিম প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব ঘুরে ঘুরে ফল কিনছিলেন।
এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দু’জন যুবক এলোপাথালী গুলি চালায়। এসময় নান্টু গাড়িতে উঠে পড়েন, পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লা মুখি হয়ে চলে যান।
ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ পরে থাকতে দেখা যায়, এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ খাঁনপুর হাসপাতাল পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, আমি খবর পেয়ে এস আই শাহ আলম কে পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছে, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।