জহিরুল ইসলাম সিরাজ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভিকে গ্রেফতার করেছেন পুলিশ। আজ শুক্রবার (৯ মে ) ভোরে সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে বৃহস্পতিবার রাত ১১টায় আইভির সমর্থকরা মসজিদের মাইক দিয়ে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির সামনে জড়ো হতে বলা হয়। এ সময় হাজার হাজার সমর্থকরা একত্রিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছয় ঘন্টা পর ভোরে গ্রেফতার করে জেলা পুলিশ কার্যালয়ে তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি বহরে হামলা চালায় আইভির সমর্থকরা । এ সময়ে ছোড়া হয় ইট- পাটকেল, এমন কি ককটেল বিষ্ফরনের ঘটনাও ঘটে। পরে আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আইভির বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
৫টি মামলার মধ্যে চারটি সিদ্ধিরগঞ্জ আর ১ টি ফতুল্লা থানায়, এর মধ্যে ৩ টাই হত্যা মামলা।