জাকির হোসেন ঝন্টুঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুরে অবস্থান কর্মসূচি পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে সাদীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বার বার কারানির্যাতিত সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজহারুল ইসলাম মান্নান। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, খুনি শেখ হাসিনা ছাত্র-জনতা খুন করে এবং বিএনপি নেতা-কর্মীদের গুম খুন করে দেশ থেকে পালিয়েছে। বিএনপি সাধারণ মানুষের কর্মী সব সময় বিএনপি গনমানুষের পাশে থেকে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে এবং গন মানুষের সেবা দিতে সক্ষম হয়েছে। তিনি বলেন, হিন্দু- মুসলমান সবাই মানুষ ভাই ভাই। সকলকে এদের পাশে থাকতে হবে যাতে কেউ চক্রান্ত করে তাদের কোন ক্ষতি করতে না পারে। এদিকে সকলের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, সাদীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, উপজেলা বিএনপি প্রাথমিক ও গন শিক্ষা সম্পাদক এবং সাদীপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি প্রফেসর মো. ইব্রাহিম মিয়া, প্রবীন বিএনপি নেতা তাজুল ইসলাম মেম্বার, মো. রফিকুল ইসলাম, তাইজুদ্দিন তাজু, বিএনপি নেতা আমজাত হোসেন সরকার, ফজলুল হক মাষ্টার, প্রবীন বিএনপি নেতা ফজলুল কবির, কারানির্যাতিত বিএনপি নেতা আওলাদ হোসেন, উপজেলা বিএনপি মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. শাহজাহান ভূঁইয়া, আব্দুন নুর, মাসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত আলামিন সহ শত-শত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।