দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের আশেপাশে বখাটে ও মাদকসেবীর উপদ্রব
নিজস্ব প্রতিনিধিঃ
সময়ঃ
রবিবার, ১২ মার্চ, ২০২৩
স্টাফরিপোর্টারঃ- সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নের অবস্থিত দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের আশেপাশের গড়ে উঠা দোকানপাটে বখাটে, মাদকসেবী ও মাদক কারবারীদের উপদ্রব বেড়ে উঠছে। অত্র বিদ্যালয়ের পাশের ওসব দোকানে মাদকসেবী ও মাদক কারবারী এবং বখাটের আড্ডাখানা গড়ে উঠায় বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের পড়তে হচ্ছে ইভটিজিংয়ের চরম বিপাকে। নারী শিক্ষার্থীরা প্রতিনিয়ত ইভটিজিংয়ের কারণে আতংকগ্রস্থ ভাবে শিক্ষালয়ে যাতায়াত ও পড়াশোনা করতে হচ্ছে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভের সাথে জানায়, এ ব্যাপারে বিদ্যালয় কতৃপক্ষের নিকট একাধিক বার জানানোর পরও কোনো পরিত্রাণ মিলছেনা। তাদের দাবী বিদ্যালয়ের আশেপাশের দোকান গুলো বন্ধ করে দেয়া হউক। দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিনের সাথে কথা হয় তিনি জানান,বিদ্যালয়ের পাশের দোকান গুলোতে বখাটে ও মাদকসেবী এবং মাদক কারবারীদের আড্ডাখানার বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করছে এবং তা সত্য। এ ব্যাপারে উপজেলা প্রশাসনে এবং পুলিশে একাধিক বার লিখিত অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা। তবে কি, বড় ধরনের কোনো ঘটনা আবিষ্কার হলে প্রশাসন ব্যবস্থা নিবেন? জিজ্ঞেসা বিজ্ঞ মহলের। স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা জানান,৷ অত্র বিদ্যলয়ের কোল ঘেঁষে সরকারি রাস্তার ওপর গড়ে উঠা ওসব দোকানপাট সমাজ কলুষিত করছে এবং শিক্ষার্থী ও জনসাধারণের চলাচলে দেখা দিয়েছে চরম আতংক। অনতিলম্বে এখানের ওসব দোকান গুলো বন্ধ করাসহ উচ্ছেদ করার জন্য ঊধ্বর্তন কতৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী।