নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁয়ে কাঁচপুরে নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান , জেলা তাতী দলের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ , সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল , দলনেতা উজ্জল, সোনারগাঁ পৌরসভা তাতী দলের সভাপতি আলী আকবর , সহ-সভাপতি আব্দুল আলিম , সাধারণ সম্পাদক শাহীন , যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মিলন পাঠান, সহ-সভাপতি কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম। এসময় সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের বিষয়ে অবহিত করেন।