ঢাকা রেলওয়ে থানার মাদক মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী রফিকুল ইসলাম (৫০)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (২০ জুন) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। যার মামলা নং- ১৪(১১)১৮।
গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী রফিকুল ইসলাম বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাঁশেরগাও এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে। এর আগে গত সোমবার (১৯ জুন) রাতে বন্দর উপজেলার উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই রোকনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দাঁশেরগাও এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।