সুমন ইসলাম প্রামানিক, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ “মাদককে না বলো, চলো সবাই মাঠে চলো”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে ‘চিকনমাটি ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা। এতে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চাম্পিয়ন হয়েছে চিকনমাটি ব্রাদার্স ইউনাইটেড।
শনিবার (২১শে আগস্ট) বিকাল সাড়ে ৪টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ মাঠে চিকনমাটি জুনিয়র একাদশ আয়োজিত ‘চিকনমাটি ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে চিকনমাটি ব্রাদার্স ইউনাইটেড বনাম ইহান চ্যালেঞ্জার্স। এতে গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে ইহান চ্যালেঞ্জার্সকে ১-০ ব্যবধানে হারিয়ে চাম্পিয়ন হয়েছে চিকনমাটি ব্রাদার্স ইউনাইটেড।
চিকনমাটি ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধান নাহিদ হাসান মুনের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। টুর্নামেন্টের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চিকনমাটি ব্রাদার্স ইউনাইটেডের খেলোয়াড় ফারুক ইসলাম।
খেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান মন্ত্রী, ডোমার পৌরসভার ৬/৭/৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. উম্মে কুলছুম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুবেল ইসলাম, জনতা ব্যাংক কর্মকর্তা সাদাত সুপ্ত প্রমূখ।
পরে, বিজয়ী ও পরাজিত উভয় দল এবং ম্যাচ সেরা খেলোয়াড়কে চিকনমাটি যুবসমাজ ও চিকনমাটি জুনিয়র একাদশের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়।