বিশেষ প্রতিবেদন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রবিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কার আদেশে বলা হয়, দখল, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার নানা অনাচারের সুস্পষ্ট অভিযোগ থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে এস কে খোদা তোতনকে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলা হয় আদেশে।