পবিত্র ঈদুল আজহার ছুটিতে বন্দরে বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করার খবর পাওয়া গেছে। ডাকাত আতঙ্কের গুজবে বন্দরের কবরস্থান রোড, একরামপুর, শাহী মসজিদ ও জামাইপাড়াসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে। বিশেষ করে এলাকার মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়ায় আরও আতঙ্কগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ।
সোমবার (৩ জুলাই) দুপুরে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক বন্দর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভায় জানান, ডাকাত আতঙ্কের বিষয়টি সম্পূর্ণ গুজব। এলাকায় ডাকাতির আতঙ্ক ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ নিয়ে সামাজিক ও যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে একটি চক্র এসব মিথ্যা গুজব রটিয়ে জনমনে নেতিবাচক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বন্দরে অপরাধ ও গুজব ঠেকাতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। আপনারা ঘুমাবেন, আমরা আপনাদেরকে পাহাড়া দিব। যে কোন প্রয়োজনে আপনারা আমাকে অথবা জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা নিন। আপনারা গুজবে আতঙ্কিত হবেন না।
মত বিনিময় কালে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ-সাধারন সম্পাদক জি.এম. সুমন, প্রচার সম্পাদক শাহাজামাল, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য হাজী নাসির উদ্দিন, মাহফুজুল আলম জাহিদ প্রমুখ।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার এস.এম. আব্দুল্লাহ, নারায়ণগঞ্জের আলো পত্রিকার বন্দর প্রতিনিধি সহিদুল ইসলাম শিপু ও দৈনিক নির বাংলা পত্রিকার বন্দর প্রতিনিধি বিল্লাল হোসেন প্রমুখ।
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি বন্দরে অপরাধ ও গুজব ঠকোতে নানাবধি পদক্ষপে গ্রহণ করছেে পুলিশ।