গাজী মাহমুদ পারভেজ:-
গজারিয়া থানা প্রেসক্লাবের উপদেষ্টা ও সদস্যদের একান্ত প্রচেষ্টায় রমজানের পবিত্রতা ও সৌন্দর্যের সঙ্গে মিল রেখে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গজারিয়া থানা প্রেসক্লাব।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও উপদেষ্টাদের মাঝে পরিচয় পত্র প্রদান করা হয়।
রোববার (২২ রমজান ২৩ মার্চ) বাদ আসর নামাজের পর থেক্ব মাগরিব পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মিয়ামি ক্যাফে রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২২ রমজানের পবিত্রতা ও সৌন্দর্যের সঙ্গে মিল রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ, গজারিয়া থানার তদন্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, দৈনিক নিরপেক্ষ ও মর্নিং পোস্ট এর সিনিয়র রিপোর্টার গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি নেয়ামুল হক নয়ন, থানা প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ খোরশেদ আলম, উপদেষ্টা মোক্তার হোসেন, গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, দৈনিক ঢাকা প্রতিদিন রিপোর্টার গাজী মাহমুদ পারভেজ, গজারিয়া থানা প্রেসক্লাবের উপদেষ্টা গাজী মোবারক, উপদেষ্টা মোঃ ফেরদাউস, ATN মিডিয়া কমিউনিকেশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দি নিউনেশন এর প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজ, গজারিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জনবাণীর উপজেলা প্রতিনিধি মো: আবুল হোসেন, গজারিয়া থানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো: সুমন খাঁন, গজারিয়া থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক রূপবানী পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: গোলাম মহিউদ্দিন, বিইএইজজে এর সভাপতি নবজাগরণ এর উপজেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলাম প্রমুখ।
এ মহতী আয়োজন সফল করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সকল সদস্যগণ সহ শুভাকাঙ্খী যারা দুর-দুরন্ত থেকে এসেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আর যারা এখন এই অনুষ্ঠানে এসে উপস্থিত হতে পারেন নি তাদের প্রতি সমবেদনা ও ভালোবাসা জানিয়েছেন।
যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই আয়োজনে সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইফতার আয়োজক কমিটি। এ সময় ক্লাবের সদস্যরা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংবাদিকতার নীতি ও আদর্শ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
এই আয়োজনকে সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজক কমিটির সদস্যরা। সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ রাখাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এই প্রেসক্লাব হবে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ন্যায়সঙ্গত মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।