বিশেষ প্রতিনিধি, মিজানুর রহমান লিটন, কুড়িগ্রাম
বিএনপির মহাসচিবের কুড়িগ্রাম আগমন উপলক্ষে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি বিশাল মিছিল করেন, মিছিলটি শহরের বিভিন্ন মোড় ঘুরে বড় মসজিদ মোড়ে এসে পথ সভা করে শেষ করেন। পথ সভায় বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ফুলু, আমিনুল ইসলাম, ফিরোজ কবির, মতলেবুর রহমান। বক্তারা বলেন সকল ষড়যন্ত্রের অবসান ও উন্নয়নের জন্য দ্রুত সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আগামীকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম কুড়িগ্রামের জনসভা সফল করার জন্য নেতা কর্মিদের দলে দলে যোগদান করার আহবান জানান। ।