নিজস্ব প্রতিবেদক
বিনোদন প্রেমীদের আনন্দ বাড়িয়ে দিতে ঈদের ষষ্ঠ দিন “চ্যানেল এস” এ প্রচারিত হবে নাটক চক্কর। নাটকটি পরিচালনা করেছেন মোঃ মাসুদ রানা। বাস্তবতার আলোকে অধিক বিনোদন দিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে বলে দাবি করেছেন নির্মাতা মোঃ মাসুদ রানা।
তিনি ১৯৭৯ খ্রিস্টাব্দে মানিকগঞ্জের নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তবে তার পৈত্রিক বাড়ি টাঙ্গাইল জেলায় অবস্থিত। ১৯৯৫ খ্রিস্টাব্দে তিনি টাইমস্ নামক ব্যান্ড সংগীত দলে যোগ দেন। পরবর্তীতে পুরান ঢাকার সৃজন থিয়েটার নামে একটি থিয়েটারে কাজ শুরু করেন। এরপর দেশের প্রাচীন নাট্যদল নাট্যচক্র গ্রুপের দেশ বরেণ্য শিল্পীদের সাথে অভিনয় জগতে প্রায় এক যুগেরও বেশি সময় অতিক্রম করেন।
মোঃ মাসুদ রানা ২০১৭ সালে “শেষ কোথায়” নামের শর্ট ফিল্ম নির্মাণ করেন। কিছুদিন বিরতির পর ২০২১ সাল থেকে পুনরায় নির্মাণ কাজ শুরু করেন। ‘হলো না তোমায় বলা, সম্পর্কের বাঁধন, মামা ভাগ্নে, বিন্দু কণা ও বেপরোয়া ভালোবাসাসহ প্রায় ১৬টি নাটক নির্মাণ করেন।