গাইবান্ধা থেকে সংবাদদাতা:
ঈদের ছুটিতেও গাইবান্ধায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম পুরাদমেচলমান ছিল।মা ও শিশু কল্যাণ কেন্দ্র ( মাতৃসদন) গাইবান্ধায় ছুটিকালিন সময়ে ৪ জন মাকে স্বাভাবিক প্রসব সেবা সহ গাইবান্ধার অন্যান্য৷ সেবা কেন্দ্রে ( মডেল,২৪/৭, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে মোট ৭৮ জন ৃাকে স্বাভাবিক প্রসব সেবা ১০১জন মাকেপ্রসব পূর্ববর্তী সেবা,১২৪ জন মাকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়। এছাড়া সেবা কেন্দ্রও মাট পর্যায়ে ৮৭১ সাইকেল খাবার বড়ি,৩৩৪৩ পিস কনডম,এবং ৫০৪ ভায়াল ইনজেকশন বিতরন করা হয়। সেবা কেন্দ্র ও মাঠ পর্যায়ে কৈশোরকালীন সেবা ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা হয়। জরুরি প্রয়োজন ব্যতীত পরিবার কল্যাণ পরিদর্শিকা ও সংশ্লিষ্টরা সেবা কেন্দ্রে অবস্থান পুর্বক সেবা নিশ্চিত করার ব্যাপারে জেলা- উপজেলা কর্মকর্তাগন ভার্চুয়াল মাধ্যমে নিয়মিত খোজখবর নেন বলে জানা যায়।