আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায়,মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ ভোরে, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসুচী শুরু হয়। সকালে আড়াইহাজার পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন।
এসময় আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো: এনায়েত হোসেন, সহকারী কমিশনার ভূমি নেয়ামত উল্লাহ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
আড়াইহাজার শহিদ মন্জুর স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাত হোসেন।
দুপুরে উপজেলা মিলনায়তনে শহীদ মুক্তিযাদ্ধা পরিবার,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীরমুক্তযুদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভায় অংশনেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাত হোসেন , আফিসার ইনচার্জ মো: এনায়েত হোসেন, শহীদ পরিবরের সদস্য, যুদ্ধাহতমুক্তি যুদ্ধা, ও বীরমুক্তিযুদ্ধাগন।