1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেডে ডলফিন ভিউ প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদের উপর সন্ত্রাসীদের হামলা, কোটি টাকা চাঁদা দাবি-প্রাণনাশের হুমকি বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হতাহতের মাঝে সাদীপুর ইউনিয়ন বিএনপির অনুদান প্রদান দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে ও খুনি হাসিনার দ্রুত বিচারের দাবিতে খেলাফত মজলিসের গণ সমাবেশ সাদাফ-সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সোনারগাঁয়ে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ আইইএবি’র মানবিক উদ্যোগ বন্যার্তদের মাঝে জরুরী মানবিক সহায়তা প্রদান সোনারগাঁয়ে একদিনের সিক্স সাইট টুর্নামেন্টে চমক আসছে চট্টগ্রামে প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানমকে নিয়োগ প্রদান বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দর থানায় নতুন ওসি তরিকুল ইসলামের যোগদান

সোনারগাঁয়ে প্রাইমারি স্কুলের মাঠ কেটে বিএনপি নেতার স্কীমের পাইপ লাইন

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কেটে বিএনপি নেতার ইরি ধানের পানি নিষ্কাষণের জন্য স্কীমের পাইপ লাইন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটি বা স্থানীয় প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই ৬-৭ ফুট গভীর করে তিনি এ পাইপ লাইনের কাজ করছেন।

খেলার মাঠ কেটে গর্ত করার কারণে স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। স্কুলের খেলার মাঠ কেটে পাইপ লাইন নেওয়ার কারণে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার বারদি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আজগর তার ভাই জাফর ও জহিরুল ইসলাম দাড়িয়ে থেকে শ্রমিকের মাধ্যমে গত সোমবার স্কুল ছুটির পর পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে ৬-৭ ফুট গভীরে গর্ত সৃষ্টি করে পাইপ লাইনের কাজ করেছেন। স্কুল মাঠ গর্ত করার কারনে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে যায়। গর্তের কারণে টিফিন সময়ে শিক্ষার্থীরা মাঠে আতংকে বের হয় না।

এ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু দাউদ ভূঁইয়াসহ সদস্যরা।

সরেজমিনে গিয়ে জানা গেছে, বিএনপি নেতা আলী আজগর ঐ এলাকায় ইরি ও বোরো মৌসুমে জমিতে নির্দিষ্ট টাকার বিনিময়ে নদী থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটর ব্যবহার করে পানি সরবরাহ করে ব্যবসা করে থাকে। তিনি এ পানি সরবরাহের জন্য পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ গভীরভাবে কেটে পাইপ লাইন নিচ্ছেন। মাঠ কাটতে এলাকাবাসী বাঁধা দিলেও তিনি কারো কথা শুনেননি।

পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিরসহ-সভাপতি মো ইসমাইল হোসেন ভূঁইয়া বলেন, বারদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজগর আলী চেয়ারম্যান
দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের জমি, খাস জমি, স্কুলের জমি দখল করে রেখেছেন। তিনি একজন দখলবাজ লোক।তাদের ব্যক্তিগত ব্যবসা হাসিলের জন্য এ স্কুলের মাঠ কেটে পাইপ লাইন নিয়ে যাচ্ছেন। তাদের বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাদের কপালে জোটে মারধর। পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাদল হোসেন বলেন, রোববার স্কুল ছুটির পর দুর্বৃত্তরা স্কুল মাঠে দীর্ঘ ১৬০ ফুট গভীরে ৭ ফুট করে গর্ত করে রেখেছেন। এ বিষয়টি স্কুলের দপ্তরির মাধ্যমে নিশ্চিত হয়েছে। এটি সরকারি সম্পত্তি৷ এ সম্পত্তি রক্ষা করার সবার নৈতিক দায়িত্ব। এ বিষয়ে শিক্ষা অফিসার মহোদয়কে অবগত করা হয়েছে। তিনি ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন।

পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু দাউদ ভূঁইয়া বলেন, স্কুল মাঠে গর্ত সৃষ্টি করার ফলে শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে আছে। স্কুলের পাশের জমি আলী আজগর চেয়ারম্যানের। তাদের জমির উপর গর্ত সৃষ্টি না করে স্কুল মাঠে গর্ত করে পানির পাইপ লাইন নিচ্ছেন। এ স্কুলের জমিও তারা দখল করে রেখেছেন। অভিযুক্ত বিএনপি নেতা আলী আজগর চেয়ারম্যান বলেন, ওই এলাকার জনগনের উপকারের জন্য মাঠ দিয়ে পাইপ লাইন নিয়েছেন। কোন অনুমতি না নিয়ে তিনি ভুল করেছেন বলে জানিয়েছেন। পাশের আপনার জমি দিয়ে লাইন নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।

সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমান বলেন, সরকারি সম্পত্তি কোন ভাবেই দখল করতে দেওয়া হবে না। স্কুলের মাঠ কেটে পানির লাইন নেওয়ার খবর পাওয়ার পর
তাৎক্ষণিকভাবে সহকারী শিক্ষা অফিসারকে সেখানে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান উল ইসলাম বলেন, স্কুল মাঠ কেটে পাইপ লাইন নেওয়ার বিষয়টি জেনে ইতিমধ্যে তাদের ডেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় চেয়ারম্যানকে স্কুলের জমি মেপে উদ্ধার করার ব্যবস্থা জন্য বলা হয়েছে।

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com