নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ২৫ বছর পর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ৩রা সেপ্টেম্বর শনিবার। সোনারগাঁ শেখ রাসেল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনের সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ করা হয়েছে। সম্মেলনকে সফল করতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বিভিন্ন পোষ্টার ব্যানার সাটিয়েছেন।
আওয়ামী লীগ নেতা মামুন আল ইসমাইল ত্রি-বার্ষিক সম্মেলনকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। আমি এই ত্রি-বার্ষিক সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি। আমি আশা করব সম্মেলনের মাধ্যমে যে কমিটি হবে সেখানে তৃনমূলের ত্যাগী, দক্ষ,পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতাদের সমন্বয়ে একটি সময়োপযোগী ও শক্তিশালী কমিটি গঠিত হবে।