পরিমল বিশ্বাস, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ
রক্তে মাংসে গড়া দেহ থাকিতে মোদের প্রাণ একবার নয় বারবার মোরা করিবো রক্তদান ” এই স্লোগানকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলায়
অসহায় মুমূর্ষ সিজারিয়ান রোগীকে সেচ্ছায় রক্ত দান করে আবারো মানবতার হাত বাড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর সদস্য
মোঃ আসিফ আকবর ।
(৮ অক্টোবর) শনিবার বিকালে যশোর সদর হাসপাতালে এসে ইমার্জেন্সি ডেলিভারি রোগীকে “এ পজিটিভ” রক্ত দিয়েছেন। “বাঘারপাড়া ব্লাড ব্যাংক ’’এর পক্ষে ৭ম তম বারের মতো তিনি স্বেচ্ছায় রক্তদান করেন।
এবিষয়ে জানতে চাইলে রক্তযুদ্ধা মোঃ আসিফ আকবর বলেন, রক্তদানের মতো মহৎ কাজে নিজেকে যুক্ত করতে পেরে আমি কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার কাছে,
আপনি অর্থ দিয়ে কারও জন্য জীবন কিনতে পারবেন না, তবে আপনি রক্তদান করে কারও জীবন বাঁচাতে পারেন।আজকে দিয়ে আমি এ পর্যন্ত ৭ম তম রক্তদান করলাম, আল্লাহ যতদিন তৌফিক দান করবেন ততদিন নিঃস্বার্থ ভাবে রক্তদান করে যাবো।তাছাড়া রক্তদান একটি মহৎ কাজ, রক্তদানে ফজিলতও অনেক বেশী। আমরা সাধারণ মানুষ রক্তদানের উপকারিতা সম্পর্কে না জানার কারনে রক্তদানের মতো একটি মহৎ ইবাদাত থেকে বঞ্চিত হয়। রক্ত দিলে কোনো ক্ষতি হয় না,বরং উপকারই হয়।
সবাইকে রক্তাদানের মতো মহৎ কাজে মহৎ ইবাদতে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।