বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে তামজিদ হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১২ আগষ্ট) দুপুর দেড়টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ ব্রহ্মপুত্র নদীতে এ ঘটনাটি ঘটে। নিখোঁজ স্কুল ছাত্র তামজিদ হোসেন সোনারগাঁ থানার কাঁচপুর বিসিক এলাকার শাহীন মিয়ার ছেলে ও কাঁচপুর সিনহা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। নিখোঁজ ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থী তামজিদকে উদ্ধারের জন্য সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিখোঁজ স্কুল ছাত্রের সহপাঠি বেলায়েত গণমাধ্যমকে জানান, তামজিদ, রিফাত ফরহাদ এবং আমিসহ আমরা ৫ বন্ধু শুক্রবার দুপুরে বন্দর উপজেলার লাঙ্গলবন্ধস্থ ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে আসি। হঠাৎ তামজিদ গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ রয়। আমরা তামজিদকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে বন্দর থানা পুলিশকে সংবাদ জানাই। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তামজিদকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, সহপাঠিদের সাথে বন্দরে লাঙ্গলবন্ধ এলাকায় গোসল করতে এসে স্কুল ছাত্র তামজিদ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ ছাত্রকে উদ্ধারের জন্য বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এ রির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ ছাত্র তামজিদের মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।