বৈরি আবহাওয়ার কারনে গত ৩/৪ দিনের টানা ভারি বর্ষনের কারনে বন্দরবাসীর জীবন যাত্রায় মারাত্নক ভাবে বির্পযস্ত হয়ে পরেছে । এমন কথা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার সাধারন মানুষ। তথ্য সূত্রে জানা গেছে, ৩/৪ দিনের অতিরিক্ত বৃষ্টির কারনে বন্দর উপজেলার বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে নিচু এলাকার রাস্তাঘাট ও ঘর বাড়ী পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে নতুন করে বাঁশের সাঁকু বাধঁতে শুরু করে দিয়েছে উক্ত এলাকার জন সাধারন।
এ ব্যাপারে ঘারমোড়া এলাকার বাসিন্দা ফজর আলী জানান, গত ক’দিনের ভারি বর্ষনের কারনে বন্দর উপজেলার শুভকরদী, ঘারমোড়া ও চরঘারমোড়াসহ কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রধান রাস্তা ঘাটে প্রচন্ড জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরম আকাড় ধারন করেছে। উল্লেখিত এলাকার অনেক মানুষ বর্তমানে পানিবন্ধী জীবন যাপন করছে। সে সাথে ফরাজিকান্দাসহ বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি হেলে পরেছে। বৈদ্যুতিক খুঁটি হেলে পরার কারনে উক্ত এলাকার জনগন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। যে কোন সময় প্রানহানীর আশঙ্কা রয়েছে বলে তিনি জানান। এ ছাড়াও অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের অধিকাংশ এলাকার রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।