1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জেলায় অবশেষে গ্রেফতার সাবেক মেয়র আইভি বন্দর উপজেলা বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও রেকর্ড ফাঁস দূর্বৃত্তদের কান্ড রুপগঞ্জে সরকারী আশ্রয়ন প্রকল্পের ২০ টি ঘর ভেকু দিয়ে গুড়িয়ে দিলো রূপগঞ্জে কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে ছিনতাই হওয়া তেল উদ্ধার গ্রেফতার -৩ তালতলীতে গরু ও ছাগল দেওয়ার কথা বলে টাকা নিয়ে টেকনিশিয়ান আব্দুল কাদের পলাতক গফরগাঁওয়ে অবৈধ বালু বিক্রি এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড ‘ময়মনসিংহ সাহিত্য সংসদে’র ঐতিহাসিক ‘বীক্ষণ’ মুক্ত মঞ্চ ভেঙ্গে দেয়ার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন  সোনারগাঁয়ে জামায়াতের যুব কমিটি গঠন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আহত-২ ছাত্রদল নেতার বিরুদ্ধে ১০ লক্ষ চাঁদাবাজির অভিযোগ

ঋনের টাকা আদায়ে ব্ল্যাঙ্ক চেক নিয়ে মিথ্যা মামলা ও পুলিশ হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

নগরীর ইপিজেড নেভী হাসপাতাল গেট এলাকার ভুক্তভোগী মারজান আক্তার, ইজাজ উদ্দিন, ইসরাত জাহান, নুসরাত জাহান, ইসমত জাহান, আমেনা বেগম, পারভিন আক্তার সহ অন্যান্য রা গত ২৪সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে ব্যাংক চেক ও স্ট্যাম্প এর জালিয়াতি ও মিথ্যা মামলা হয়রানি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার।

এসময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার মারজানা আক্তার লিখিত বক্তব্যে বলেন,আমি দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড নেভী হাসপাতাল গেইট এলাকায় বসবাস করে আসছি। বিগত তিন বছর আগে পারুল বেগম ও লুৎফা খানম নামে দুই জন মহিলার সাথে আমার পরিচয় হয়। পরিচয়ের বেশ কিছুদিন পর পারুল এর কাছ থেকে ৫০ হাজার টাকা ও লুৎফা খানমের কাছ থেকে দুই ভাগে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা সুদের উপরে নিয়ে ছিলাম এবং সুদের টাকা সময় মত পরিশোধ করেও ঋনের টাকা আদায়ের নামে ব্ল্যাঙ্ক চেক নিয়ে পারুল বেগম ও লুৎফা খানম নিয়মিত হুমকি দিচ্ছেন। বিগত ২২/০৩/২০২২ ইং তারিখে আমার বাসা থেকে দুইটি বিগত ০২/০৩/২০২২ ইং ও ১৯/০৩/২০২২ইং তারিখে আমার বাসা থেকে ট্রাষ্ট ব্যাংক এর চেক বই হারিয়ে যায়, চেক নম্বর,০০২৯০২১৪০৫৪৬৪৪, ইসলামি ব্যাংক লিঃ এর হিসাব নম্বর ১৫০১১২০০০৫০৫১ এবং চেক নম্বর ৩৪৫৯৩৬১ হতে,২৭৯৮৯২১,পযন্ত চেক সমূহ সাক্ষর বিহীন আমার অসতর্কতার কারণে হারিয়ে যায়। উক্ত চেকবই এর কোন চেক আমি কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের নিকট চুক্তি বা প্রদান করি নাই। চেক বই হারানোর বিষয়ে বিগত ২৪/০৩/২০২২ ইং তারিখে ইপিজেড থানায় একটি জিডি করি (জিডি নং ১১৭০)।চেক বই হারানোর বিষয়ে চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা করি লুৎফা খানম ও পারুল এর বিরুদ্ধে।

তিনি বলেন, চেক বই হারানোর বিষয়ে চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতে মামলা ও ইপিজেড থানায় পারুল ও লুৎফা খানম এর বিরুদ্ধে জিডি করেছিলাম বলেই গত ১২/০৫/২০২২ ইং তারিখে লুৎফা খানম ও পারুল বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমার পরিবারের বিরুদ্ধে লুৎফা নিজেই আমার স্বামীর নামে ৭ লাখ ৫০ হাজার টাকা ও আমার নামে ৫ লাখ টাকার মিথ্যা মামলা দায়ের করেন। এতে শান্ত না হয়ে জয়নাল নামক এক ব্যক্তিকে দিয়ে আমার বাসা থেকে হারিয়ে যাওয়া কাগজপত্র দিয়ে ২৪ লাখ টাকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন। বর্তমানে দুটি মামলা রেডি করেছে পারুল ও লুৎফা। একটি মালমার জামিনে আছেন আমার স্বামী এবং আরও দুটি মামলার ওয়ারেন্ট বের করেছেন আমার স্বামীর বিরুদ্ধে। আমি আমার পরিবারের ছেলে-মেয়েদেরকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি, এদের ভয়ে কোথাও কিছু করতে পারছি না। পারুল ও লুৎফা খানম আমার বাসায় বিভিন্ন সময় পুলিশ পাঠিয়ে দিয়ে জানে মারার হুমকি দিতাছে।

তিনি আরো বলেন, পারুল এর স্বামী হুমায়ুন কবির, নৌবাহিনীতে ডেলিবেসিক এর কাজ করেন এবং লুৎফা খানম এর স্বামী মোঃ আইয়ুব আলী তিনি একজন ডেলি লেবারের কাজ করেন। এরা স্বামী -স্ত্রী মিলে আমার পরিবারকে যে মিথ্যা মামলা দিয়েছে। আমার পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই মিথ্যা মামলা দায়ের করেছে পারুল ও লুৎফা খানম ।
আমরা আজ নিরুপায় হয়ে পরিবারের সবাইকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, আমি সকল টাকা পরিশোধ করার পরেও লুৎফা খানম মারজানা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে ১২ লাখ টাকার মিথ্যা মামলা দায়ের করেন। এছাড়াও লুৎফা খানম তাদের চেক হস্তান্তর করে (জয়নাল আবেদীন)কে দিয়ে ২২ লাখ টাকার মিথ্যা মামলা দায়ের করেন এবং পারুল আক্তার ও ২৪ লাখ টাকার মিথ্যা মামলা করেন। পারুল ও লুৎফা খানম মারজানা আক্তারের বাসায় বিভিন্ন সময় পুলিশ পাঠিয়ে লোকজন দিয়ে ভয়-ভীতি ও জানে মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলে জানান। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে মারজানা আক্তারের পরিবারকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানান।

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com