জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে অপহৃত দুই মিশুক যাত্রীকে উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। সে সাথে পুলিশ অপহরণের ঘটনায় জড়িত থাকার অপরাধে মাসুম রানা (২৫) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত অপহরণকারী মাসুম রানা বন্দর থানার সোনাচড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে।
গত ১১ জুন শনিবার বেলা ১১টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ী জনৈক হাসান মিয়ার তুলার মিলের ভিতরে থেকে অপহৃত মিশুক যাত্রীদের উদ্ধারসহ ঐ অপহরনকারীকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ জুন শুক্রবার রাতে বন্দর মনারবাড়ী এলাকায় অপহরণ পূর্বক মুক্তিপণ আদায়ের এ ঘটনাটি ঘটে। অপহৃত মিশুক যাত্রীরা হলো বন্দর থানার বাড়ৈপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর শেখ মিয়ার ছেলে আল আমিন (২৫) ও তার বন্ধু রনী (২৬)। এ ঘটনায় অপহৃত মিশুক যাত্রী আল আমিন হোসেন বাদী হয়ে গত ১১ জুন শনিবার ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২০(৬)২২ ধারা- ৩৬৫/ ৩৮৬/ ৩২৩/ পেনাল কোড-১৮৬০।
তথ্য সূত্রে জানা গেছে, গত ১০ জুন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বন্দর বাড়ৈপাড়া এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে আল আমিন ও তার বন্ধু রনি বন্দর রেললাইন আসার জন্য মদনপুর বাসস্ট্যান্ড থেকে মিশুক উঠে। পরে মিশুক গাড়ীটি ধামগড় ইউনিয়নের মনারবাড়ি সামনে আসলে লক্ষনখোলা এলাকার অপহরণকারী বুলেট, সোনাচড়া এলাকার মাসুম রানা, মামুন, মনারবাড়ী তালতলা এলাকার ফয়সাল, পারভেজ, ধামগড় এলাকার হুমায়ুন কবির ও রামনগর এলাকার খোকন ওরফে চুক্কা খোকন জোরপূর্বক মিশুক যাত্রীদের রাস্তা থেকে অপহরণ করে উল্লেখিত তুলার মিলে নিয়ে যায়। পরে অপহৃত যাত্রীদের সারারাত বেদম ভাবে পিটিয়ে তাদের পরিবারের নিকট ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঐ সময় অপহরণকারীরা বনির কাছ থেকে ০১৮৩৬-৭৩৩৯৬৪ নাম্বার বিকাশ একাউন্ট থেকে পিনকোড নিয়ে ৪ হাজার ৭’শ টাকা ছিনিয়ে নেয়। ওই সময় অপহরণকারীরা দাবিকৃত মুক্তিপণ না পেয়ে উল্লেখিত দুই বন্ধুকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত-জখম করে। পরে অপহরণের বিষয়টি অপহৃত প্রতিবেমী জরুরী সেবা ৯৯৯-এ সংবাদ জানালে পুলিশ ১১ জুন শনিবার সকালে উল্লেখিত তুলার মিলে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধারসহ অপহরণকারী মাসুম রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ গ্রেপ্তারকৃতকে রোববার দুপুরে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই বারেক হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছে, গ্রেপ্তারকৃত অপহরণকারী মাছুম রানাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।