1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
বুধবার, ৩১ মে ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন

৭০ বছর বয়সে বিয়ে করলেন অধ্যাপক শওকত আলী

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক:

আজীবন চিরকুমার থাকার পণ করলেও অবশেষে পণ ভেঙেছেন বাগেরহাট সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শওকত আলী। ৭০ বছর বয়সে বসেছেন বিয়ের পিঁড়িতে। মোংলা উপজেলার শাহিদা আক্তার নাজুর (৩৫) সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
শনিবার (১৮ মার্চ) জাঁকজমকভাবে বিয়ের পিঁড়িতে বসেন অধ্যাপক শওকত আলী ও ৩৫ বছর বয়সী কনে শাহিদা আক্তার। ১০ লাখ এক টাকা দেনমোহরে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের রামপাল সরকারি কলেজে দীর্ঘ সময় ধরে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন বর শওকত আলী। পরিবারে হাল ধরতে বিয়ে করা হয়নি তার। জীবনের মূল্যবান সময় তিনি শিক্ষকতায় ব্যয় করেছেন। পাশাপাশি নিজেকে নিয়োজিত রেখেছেন সমাজসেবাতেও। বিয়ের কথা বলা হলেও তিনি কখনও রাজি হননি। বলতেন চিরকুমার থাকবেন। তবে অবসরে যাওয়ার পর থেকে তিনি একাকীত্ব বোধ করছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এইরকম আরো খবর
শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে

পদের নাম: শিক্ষক

বর্ণনা:ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে ইংলিশ এবং গণিত শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা
পদের নাম শিক্ষাগত যোগ্যতা
ইংলিশ শিক্ষক ইংলিশে অনার্স মাস্টার্স হতে হবে।
গণিত শিক্ষক গণিতে অনার্স মাস্টার্স হতে হবে।

ঠিকানা: উলিপুরা সোনারগাঁও, নারায়ণগঞ্জ

মোবাইল নাম্বার: 01988571098

© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com