জস্ব প্রতিবেদকঃ : বাংলাদেশ ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আজিজুর রহমান আজিজ তার ফেইসবুক আইডিতে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের একটি কমিটির পেডের ছবি দিয়ে লিখেছেন ভুয়া কমিটি।
বাংলাদেশ ছাত্রলীগের পেড ব্যবহার করে যেখানে লেখা হয়েছে সভাপতি মাহমুদুল হাসান ও সহ-সভাপতি রাসেদুল ইসলাম রাসেল।
আর এতে স্বাক্ষর রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের।
কমিটিতে সহ-সভপতি পদে রাসেদুল ইসলাম রাসেলের নাম দেখে বিএনপি পরিবারের ছেলে ছাত্রলীগ নেতা এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ নেতাকর্মী ও এলাকার মধ্যে এ নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা সমালোচনা ঝড় উঠে।
পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাও এলাকার সিরাজুল ইসলামের ছেলে রাসেল। এলাকাবাসী জানায় রাসেলের পিতা সিরাজুল ইসলাম ছিলেন তৎকালী বিএনপির প্রতিমন্রী অধ্যাপক রেজাউল করিমের অতিকাছের লোক। বিভিন্ন সমভাসমাবেশে বিশাল বহর নিয়ে হাজির হতেন তিনি। গুঞ্জন রয়েছে ওই সময় গ্রাম সরকার কমিটিতে তিনি ছিলেন সর্বেসর্বা। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর তিনি দেশ ছেড়ে বিদেশ পারি জমান।
এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম রাসেলের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিব করেননি।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ কেন্দ্রে খোঁজ নিয়ে জানতে পারেন কমিটির বিষয়টি ভুয়া। এরপর তিনি স্টেটাস দেন ভুয়া কমিটি যা ফেইবুকে ভাইরাল হয়ে যায়।