নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেছেন, দেশের একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হিসেবে দেশের অর্থনেতিক উন্নয়নের বিশেষ অবদান রাখছে বসুন্ধরা গ্রুপ। দেশের উন্নয়নের পাশাপাশি অর্থ সামাজিক ও দারিদ্র বিমোচনে তারা কাজ করে যাচ্ছে। আমরা আশা করি প্রধানমন্ত্রীর সোনারবাংলা গড়তে তারা আরো উন্নয়ন ও দ্রারিদ্র বিমোচনে কাজ করে যাবে। সেজন্য আমরা মেঘনাবাসীর পক্ষ থেকে আমরা বসুন্ধরা গ্রুপকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে যাবো।
শনিবার সকালে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পিরোজপুর ইউপির ঝাউচর, প্রতাপের চর, কাদিরগঞ্জ, গঙ্গানগর, ইসলামপুর এলাকার প্রায় ৩শতাধিক শীতার্থ গরিব দুঃখী অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ হয়। এসম উপস্থিত ছিলেন মেঘনা শিল্পনগরী গ্রাম কমিটি ।