নিজস্ব প্রতিবেদকঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগ ও স্নেহের সংগঠন শেখ রাসেল শিশু কিশোর পরিষদ। সারাদেশে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সংগঠনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার নিমিত্তে সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি জেলা উপজেলায় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সমন্বয়ে একটি উপদেষ্টা মন্ডলী গঠন করার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আবুল ফয়েজ শিপন, সোনারগাঁ উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি ডাঃ রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক গাজী ওমর ফারুক ও অন্যান্য নেতৃবৃন্দ সম্মিলিত সিদ্ধান্তে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৫জন সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে একটি উপদেষ্টা মন্ডলী গঠন করে কেন্দ্রে জমা দেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক কেএম শহিদুল্লাহ সাবেক সাংসদ ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে প্রধান উপদেষ্টা, সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডঃ সামসুল ইসলাম ভুঁইয়া, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম রতনকে উপদেষ্টা করে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি করে চিঠি ইস্যু করে। সোনারগাঁ উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নেতারা সেই চিঠি প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের মাঝে পৌঁছে দিচ্ছেন। সোমবার (৬ই জুন) বাদ মাগরিব উদ্ধবগঞ্জবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পরিষদের ইস্যুকৃত উপদেষ্টার চিঠি গাজী মুজিবুর রহমানের হাতে তুলে দেন।
গাজী মুজিবুর রহমান চিঠি পেয়ে পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কেএম শহিদুল্লাহসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর আবেগের সংগঠন শেখ রাসেল শিশু কিশোর পরিষদকে সর্বময় সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি অপু সারোয়ার, সিঙ্গাপুর যুবলীগের সাধারণ সম্পাদক হারুন জয়,যুবলীগ নেতা রেজোয়ানুল হক টিটু, খোকন সরকার, গাজী টগর,সোনারগাঁও পৌরসভা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সুজন,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শ্রমিক নেতা শাহ আলী, সনমান্দী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাজু আহমেদ সহ সোনারগাঁ উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সদস্য ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা।